#নয়াদিল্লি: শাহরুখের তাহলে সময়টাই খারাপ যাচ্ছে ? নাকি সত্যিই খারাপ ছবি বানিয়েছেন ইমতিয়াজ আলি ! শাহরুখের সদ্য মুক্তি পাওয়া ছবি ‘হ্যারি মেট সেজল’ নিয়ে গোটা দেশে নেগেটিভ রিভিউয়ের ঢেউ ৷ প্রায় কেউ-ই ছবিটিকে ভালোবাসতে পারেনি৷ এমনকী, ছবি নিয়ে একটি মাত্রও ভালো কথা বলতে নারাজ দর্শক ৷ তবে ‘হ্যারি মেট সেজল’ দেখে পুনে এক দর্শক যা করলেন, তা কিন্তু হতবাক করার মতোই !
বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে শাহরুখ-অনুষ্কার হ্যারি মেট সেজল ৷ আর তার সঙ্গেই শাহরুখের ভাগ্য৷ একের পর এক ছবি ফ্লপ হয়ে শাহরুখ আপাতত, অন্য খান থেকে রেসে অনেকটাই পিছিয়ে ৷ তবে আজ পর্যন্ত শাহরুখকে হয়তো এতটা সমালোচনার মুখোমুখি হতে হয়নি, যতটা হ্যারি হয়ে তাঁকে শুনতে হল ৷
এই যেমন পুনের এক যুবক শাহরুখের ছবিকে রীতিমতো খোরাক বানিয়ে ছাড়ল ৷ ছবি দেখতে দেখতে যুবক বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে টুইট করে জানান, ‘পুনের একটি হলে জব হ্যারি মেট সেজল দেখছি। অনুগ্রহ করে আমাকে উদ্ধার করুন।’
আর সেই যুবকের ট্যুইটের রেস ধরেই একের পর এক ট্যুইট ৷ সবাই আপাতত হ্যারি বেশে শাহরুখকে নিয়ে নিন্দায় মশগুল !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।