Home /News /entertainment /
ভ্যালেন্টাইনসের আগে ভাইরাল ভিডিও ক্লিপ, কোথা থেকে এল এই ভিডিও?

ভ্যালেন্টাইনসের আগে ভাইরাল ভিডিও ক্লিপ, কোথা থেকে এল এই ভিডিও?

Youtube

Youtube

চলছে ভ্যালেন্টাইন সপ্তাহ ৷ গোলপ দিবস থেকে চকোলেট দিবস হয়ে আজ একেবারে প্রমিস ডে-তে মত্ত নতুন প্রেমিক-প্রেমিকা ৷

 • Share this:

  #চেন্নাই:  চলছে ভ্যালেন্টাইন সপ্তাহ ৷ গোলপ দিবস থেকে চকোলেট দিবস হয়ে আজ একেবারে প্রমিস ডে-তে মত্ত নতুন প্রেমিক-প্রেমিকা ৷ ১৪ তারিখ ভ্যালেন্টাইন ডে৷ মানে প্রেমের দিবস ৷ আর এই দিবসকে উসকে দিচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়া একটি মিষ্টি ভিডিও ক্লিপ ৷ যেখানে দুই স্কুল পড়ুয়ার মধ্যে চলছে প্রেমের হালকা ইশারা ৷ চোখে চোখে বলে দেওয়া নানা কথা ৷ আর আবহ সঙ্গীতে প্রেমের গান !

  ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু থেকেই এই ছোট্ট ভিডিও ক্লিপ একের পর এক শেয়ার করছেন নেটিজেনরা ৷ কেউ ট্যাগ করছেন পুরনো প্রেমিক বা প্রেমিকাকে৷ কেউ সদ্য ক্রাশকে ট্যাগ করছেন চুপিসারে ৷ কেই আবার এই ভিডিও দেখে ঢুকে পড়ছেন নস্ট্যালজিয়ায় ৷ হ্যাঁ, এই ছোট্ট ভিডিও নতুন প্রেমকে উসকে দিতে যতটাই সিদ্ধহস্ত, তেমনি পুরনো প্রেমকেও নিয়ে আসছে সামনে ৷ তা হঠাৎ করে কোথা থেকে উৎপত্তি ঘটল এই ভিডিও-র ?

  ভ্যালেন্টাইন সপ্তাহেই মুক্তি পেতে চলেছে নতুন মালায়ালাম ছবি ‘ওরু আদার লাভ’ ৷ আর সেই ছবিরই একটি গান মানিক্য মালারায় পুভি ৷ সেই গানেরই একটি ছোট্ট অংশ সোশ্যাল নেটওয়ার্কে রীতিমতো ভাইরাল ৷ ছবির পরিচালক ওমার লুলু ৷

  তবে কি শুধুই ভিডিও ? ভিডিও-র সঙ্গে ভাইরাল হয়েছে মালায়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র ৷ ভিডিওতে প্রিয়ার চোখের চাউনিতে কাত অনেক পুরুষের হৃদয় ৷ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ নতুন প্রিয়া ৷ তবে নতুন হলে কী হয়েছে, ইতিমধ্যেই এক ভিডিও ক্লিপেই শোরগোল ফেলে দিয়েছেন প্রিয়া ৷ সদ্য মুক্তি পাওয়া গানটি অনলাইনে পোস্ট করেছেন কম্পোজার শান রেহমান।

  তবে এই ভাইরাল প্রেমের পিছনে অবশ্যই রয়েছে দারুণ প্রোমোশন ফন্দি ৷ যেভাবে নতুন ছবির একটি গান সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়েছে, তাতে যে খুব অল্প খাটনিতেই বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন ছবির টিম, তা নিঃসন্দেহেই বাহবা পাওয়ার যোগ্য ৷ তবে এই ভিডিও-র মধ্যে দিয়ে যদি প্রেম ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে, তাতে ক্ষতি কি?

  First published:

  Tags: Oru Adaar Love, Viral Video

  পরবর্তী খবর