#মু্ম্বই: মালাইকা অরোরা ! যার নামেই পুরুষের কপাল থেকে সারা শরীরে ঘাম জমে যায় ৷ তাঁর উষ্ণ আহ্বনে হৃদয়ে ঝড় ওঠে ৷ সেই মালাইকা যখন স্টেজে এসে শরীরি অঙ্গভঙ্গিতে মন মাতাল করে, তখন সেই ভিডিও তো ভাইরাল হবেই ৷ আর হলোও তাই ৷
কয়েকদিন আগেই করোনা থেকে সেরে উঠেছেন মালাইকা৷ এখন আছেন একেবারে সুস্থ ৷ আর সুস্থ হয়েই পুরনো মেজাজে ফিরে এলেন মালাইকা অরোরা ৷ আর ফিরতেই গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলেন উষ্ণতার ঝড় ৷ তা নতুন কী করলেন এবার তিনি ? গপ্পোটা হল, এক জনপ্রিয় ডান্স রিয়ালিটি শোয়ের বিচারক তিনি ৷ আর সেই ডান্স রিয়ালিটি শো-তে এসেই আরেক বিচারক টেরেন্সের সঙ্গে স্টেজে উঠে উত্তাল নাচলেন মালাইকা ৷ তাও আবার এমনিতে সেমনি নাচ নয়, বাঁশের ফাঁকে পা দিয়ে লোকনাচে মেতে উঠলেন মালাইকা ৷ বেজে উঠল মধুমতী ছবির বিছুয়া.. গানটি ৷ গানও যেমন থামছিল না, মালাইকাও নয় ৷ গানের তালে মত্ত হয়ে মালাইকা যেন ভুলেই গিয়েছিলেন, তিনি প্রতিযোগী নয়, বিচারক হিসেবে নাচতে এসেছেন ৷সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে তুমুল শোরগোল নেটদুনিয়ায় ৷ ঝড়ের বেগে শেয়ারও হচ্ছে প্রচুর ৷View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Malaika Arora