#মুম্বই: পথ দুর্ঘটনায় জখম বলিউডের অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora Accident), তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি হাসপাতালেই চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অভিনেত্রীর চোট গুরুতর নয়। মালাইকার বোন অমৃতা অরোরা জানান, ''মালাইকা ঠিক আছে। শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। আপাতত তাঁকে হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে। (Malaika Arora Accident) ''
আরও পড়ুন: বরের সঙ্গে জন্মদিনে খুনসুটি কাজলের, আজ কী প্ল্যান অজয়ের? পড়ুন
জানা যায়, মালাইকা ( Malaika Arora) পুণেতে একটি ফ্যাশন ইভেন্টে যাচ্ছিলেন! মুম্বই শহরের বাইরের দিকে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। মালাইকার চোট সামান্যই, দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খোপোলি থানার অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর হরেশ কালসেকর জানিয়েছেন, '' মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে-র ৩৮ কিলোমিটার পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ে-র এও অঞ্চল এমনিতেই দুর্ঘটনাপ্রবণ! তিনটে গাড়ির মধ্যে ধাক্কা লাগে, তিনটে গাড়িই ক্ষতিগ্রস্ত। দুর্ঘটনার পরই তিনটে গাড়ি যে-যার মতো দুর্ঘটনাস্থল ছেড়ে বেড়িয়ে যায়, ফলে স্পষ্ট নয় বাকি গাড়ির চালক ও আরোহীরা কতটা চোট পেয়েছেন। তবে, বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার চোট গুরুতর নয়, তাঁকে অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।''
আরও পড়ুন: আর্থিক জালিয়াতির শিকার রাজকুমার রাও, ট্যুইটারে ফেটে পড়লেন ক্ষোভে
জানা গিয়েছে, পুলিশ এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত করবে। পুলিশ ইন্সপেক্টর আরও জানান, '' পর্যটকদের দুটি গাড়ির মধ্যিখানে পড়ে যায় মালাইকা অরোরার গাড়ি। তিনটে গাড়িরই রেজিস্ট্রেশন নম্বর নেওয়া হয়েছে, এবার গাড়ির মালিকদের জিজ্ঞাসাবাদ করা হবে।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malaika Arora