#মুম্বই: মালাইকা আরোরা। বলিউডের হট খবরে সব সময় তাঁর নাম থাকে। আরবাজ খানকে ছেড়ে বয়সে প্রায় ১০ বছরের বেশি ছোট অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে করছেন প্রেম। তবে সলমান খানের বৌদি থাকার সময় জনপ্রিয় হয়েছিল মালাইকা আরোরার 'মুন্নি বদনাম হুয়ি' আইটেম সং বেশ জনপ্রিয় হয়েছিল। 'দাবাং' ছবিতে এই আইটেম নম্বরটি করেছিলেন মালাইকা। ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই গান।
তবে এবার শুধু এই নাচে মালাইকা নেই। তাঁর সঙ্গে নাচ করেছেন বলিটাউনের ড্যান্স কুইন নোরা ফতেহি। দু'জনে মিলে একসঙ্গে এই গানে নেচেছেন। কয়েক দিন আগেই শ্যুটিং শুরু হয়েছে 'ইন্ডিয়া বেস্ট ডান্সার'-এর। সোনি টিভির এই নাচের শোতে গিয়েছিলেন মালাইকা ও নোরা। সেখানেই মঞ্চ কাঁপিয়েছেন দুই সুন্দরী। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মালাইকা আরোরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malaika Arora, Nora Fatehi