হোম /খবর /বিনোদন /
নোরা ফতেহির সঙ্গে 'মুন্নি বদনাম হুয়ি' নাচলেন মালাইকা আরোরা ! ভাইরাল ভিডিও

নোরা ফতেহির সঙ্গে 'মুন্নি বদনাম হুয়ি' নাচলেন মালাইকা আরোরা ! ভাইরাল ভিডিও

photo source Instagram

photo source Instagram

মঞ্চ কাঁপিয়েছেন দুই সুন্দরী। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মালাইকা আরোরা।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: মালাইকা আরোরা। বলিউডের হট খবরে সব সময় তাঁর নাম থাকে। আরবাজ খানকে ছেড়ে বয়সে প্রায় ১০ বছরের বেশি ছোট অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে করছেন প্রেম। তবে সলমান খানের বৌদি থাকার সময় জনপ্রিয় হয়েছিল মালাইকা আরোরার 'মুন্নি বদনাম হুয়ি' আইটেম সং বেশ জনপ্রিয় হয়েছিল। 'দাবাং' ছবিতে এই আইটেম নম্বরটি করেছিলেন মালাইকা। ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই গান।

তবে এবার শুধু এই নাচে মালাইকা নেই। তাঁর সঙ্গে নাচ করেছেন বলিটাউনের ড্যান্স কুইন নোরা ফতেহি। দু'জনে মিলে একসঙ্গে এই গানে নেচেছেন। কয়েক দিন আগেই শ্যুটিং শুরু হয়েছে 'ইন্ডিয়া বেস্ট ডান্সার'-এর। সোনি টিভির এই নাচের শোতে গিয়েছিলেন মালাইকা ও নোরা। সেখানেই মঞ্চ কাঁপিয়েছেন দুই সুন্দরী। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মালাইকা আরোরা।

মালাইকা এই ভিডিও পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেছেন, 'এই ছোট্ট ভিডিও শেয়ার করলাম। তাতেই বোঝা যাচ্ছে এই ডান্স শোতে কি হতে চলেছে। ফের একবার জমে উঠবে ডান্স শো।" এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়।
Published by:Piya Banerjee
First published:

Tags: Malaika Arora, Nora Fatehi