#কলকাতা: বাংলার একটি জনপ্রিয় গানের রিয়েলিটি শোয়ের দৌলতে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী মইনুল আহসান নোবেল। এ বার নোবেলের মুকুটে জুড়ল নতুন পালক ৷ এখনও সেই গানের রিয়েলিটি শোটি শেষ হয়নি ৷ তার আগেই প্লেব্যাক করে ফেললেন নোবেল ৷
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আপকামিং ছবি ‘ভিঞ্চিদা’র জন্য গান গেয়ে ফেলেছেন তিনি ৷ সম্প্রতি গানটি ইউটিউবে আপলোড করা হয়েছে ৷ নোবেলের গাওয়া ‘তোমার মনের ভেতর যাই’গানটি প্রায় আড়াই লক্ষ মানুষ দেখে ফেলেছেন ৷
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত তাঁর আগামী সিনেমা ‘ভিঞ্চিদা’তে আরও এক জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুপম রায়ের কথা এবং সুরে গান গাইয়েছেন এই নতুন ট্যালেন্টকে।
কিছুদিন আগেই সৃজিত নোবেলের গান গাওয়ার প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘‘ওর গানের গলা খুব ভাল। আমি নোবেলের গান খুব পছন্দ করি।’’। চলতি এপ্রিলের ১২ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন এই ডার্ক থ্রিলারের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।