হোম /খবর /বিনোদন /
সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবকে নিয়ে তৈরি হল ছবি

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবকে নিয়ে তৈরি হল ছবি, অভিনয়ে মিঠুন পুত্র

ছবিটি কোনও ভাবেই রাজনৈতিক ছবি নয়, শুধুমাত্র এক রাজনীতিবিদের জীবনী তুলে ধরা হয়েছে৷

  • Last Updated :
  • Share this:

ন#কলকাতা: ধুমধাম করে হয়ে গেল ম্যায় মুলায়ম ছবির প্রেমিয়ার৷ ৯ ফেব্রুয়ারি কলকাতার এই প্রমিয়ারে উপস্থিত ছিলেন এম এস ফিল্মস অ্যান্ড প্রোডাকশনসের মিনা শেঠি মন্ডল৷ ছিলেন পরিচালক শুভেন্দু রাজ ঘোষ৷ ছিলেন মুখ্য চরিত্রে অভিনয় করা অমিত শেঠি৷ ১১ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম ডন সিনেমায় মুক্তি পাচ্ছে ম্যায় মুলায়ম৷ মূলত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের জীবনের গল্পকে নিয়ে এই ছবি৷ মুলায়ম সিং তৈরি করেন সমাজবাদী পার্টি, ছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী৷ গরিব ঘরে জন্ম নেওয়া এক ছেলে কীভাবে হয়ে ওঠে দাপুটে নেতা, গড়ে নিজের দল এবং রাজনীতির জাতীয় মঞ্চে নিজের পরিচয় তৈরি করে, সেই নিয়ে এগোবে ছবির গল্প৷ ছবিতে রয়েছে ভরপুর অ্যাকশন, সঙ্গে চৌখস ডায়গল! এই ছবিটি শুধুমাত্র মনরঞ্জনের জন্য নয়, মুলায়ম সিং-এর জীবন খুব কাছ থেকে তুলে ধরবে৷

মূলায়ম সিং-এর চরিত্রে অভিনয় করেছেন অমিত শেঠি৷ কৃষির ছেলে, যৌবনের কুস্তিগির থেকে কীভাবে বড় মাপের নেতা হয়ে উঠবেন মুলায়ম, তা নিজের অভিনয় দক্ষতার দারুণভাবে প্রকাশ করেছেন অমিত৷ এছাড়াও ছবিতে রয়েছেন মিঠুন পুত্র মিমো, যিনি মুলায়মের ছোট ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন৷ রয়েছেন জরিনা ওহাব, মুলায়মের মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে৷ রয়েছেন রণজয় বিষ্ণু, মুকেশ তিওয়ারি, সুপ্রিয়া কার্নিক৷

ছবিটি কোনও ভাবেই রাজনৈতিক ছবি নয়, শুধুমাত্র এক রাজনীতিবিদের জীবনী তুলে ধরা হয়েছে৷ কীভাবে তিল তিল করে নিজের রাজনৈতিক সাম্রাজ্য গড়েন মুলায়ম সিং, তা তুলে ধরা হয়েছে ছবিতে৷ অমিত শেঠি নাম ভূমিকায় যোগ্য অভিনয় করেছেন৷ জানিয়েছে পরিচালক শুভেন্দু রাজ ঘোষ৷

ইতিমধ্যেই শিলিগুড়ির এভারেস্ট ফিল্ম ফেস্টিভ্যাল সম্মানিত হয়েছে ম্যায় মুলায়ম ছবিটি৷

Published by:Pooja Basu
First published:

Tags: OTT