corona virus btn
corona virus btn
Loading

শাহরুখ I LOVE U ! পাকিস্তান থেকে উড়ে এল মেসেজ, জানেন কার?

শাহরুখ I LOVE U ! পাকিস্তান থেকে উড়ে এল মেসেজ, জানেন কার?
Youtube

ভারতে আসতে পারবেন না ৷ ভারতীয় ছবিতে অভিনয় করতে পারবেন না ৷

  • Share this:

#মুম্বই: ভারতে আসতে পারবেন না ৷ ভারতীয় ছবিতে অভিনয় করতে পারবেন না ৷ গত বছর পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের শুনতে হয়েছিল এ সব কথা ৷ আর তাঁরা স্বসম্মানে ফিরেও গিয়েছেন নিজেদের দেশে ৷ কিন্তু সিনেমা, নায়ক, নায়িকা কি দেশের সীমানায় আটকে? নাকি তাঁদের প্রেম ! এরকমই এক উদাহরণ মাহিরা খান ও শাহরুখ খান ৷

srk

শাহরুখ খানের হাত ধরেই টেলিভশন থেকে বলিউডে পা দিলেন মাহিরা খান ৷ প্রথম ছবি ‘রইস’-য়েই নজর কেড়েছেন তিনি ৷ এমনকী, শাহরুখের সঙ্গে বন্ধুত্বও তৈরি হয়েছিল তাঁর ৷ তবে নিজেকে শাহরুখের অন্ধ ভক্ত বলে জাহির করেন মাহিরা ৷ তাই তো শাহরুখের জন্মদিনে ট্যুইটারে কিং খানকে শুভেচ্ছা পাঠালেন তিনি ৷ আর লিখলেন আই লাভ ইউ !

First published: November 2, 2017, 5:17 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर