#মুম্বই: একেই বলে হয়তো পুরনো প্রেমের নেশা ! হ্যাঁ, আর তাই তো ইয়ং জেনের পাশাপাশি ভ্যালেন্টাইনস ডে-তে বরকে সঙ্গে নিয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন মাধুরী দীক্ষিত !
ডাক্তারের হাতে গিটার ৷ তারের ঝংকারে নেচে উঠল মাধুরীর কোমর ৷ তারপর একটু কাছে আসা ৷ প্রেম দিবসে নেটিজেনরা সাক্ষী থাকল মাধুরী ম্যাজিকে ৷
ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড করে মাধুরী লিখলেন, ‘কিউটেস্ট জুটি !’
দেখুন সেই ভিডিও---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dance, Madhuri Dixit, Social Media, Video