• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • এই গানেই ধরা পড়বে ধোনি-সাক্ষীর প্রেম !

এই গানেই ধরা পড়বে ধোনি-সাক্ষীর প্রেম !

ধোনির বায়োপিক নিয়ে কৌতুহলের শেষ নেই ৷ ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই সুশান্ত সিং রাজপুত অভিনীত ধোনি বায়োপিক

ধোনির বায়োপিক নিয়ে কৌতুহলের শেষ নেই ৷ ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই সুশান্ত সিং রাজপুত অভিনীত ধোনি বায়োপিক

ধোনির বায়োপিক নিয়ে কৌতুহলের শেষ নেই ৷ ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই সুশান্ত সিং রাজপুত অভিনীত ধোনি বায়োপিক

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: ধোনির বায়োপিক নিয়ে কৌতুহলের শেষ নেই ৷ ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই সুশান্ত সিং রাজপুত অভিনীত ধোনি বায়োপিক খবরের শিরোনামে ৷ কখনও ছবির প্রোমোশনে সাংবাদিকদের সঙ্গে ধোনির ঠান্ডা ব্যবহার ৷ কখনও সুশান্ত সিংকে নানা কঠিুন প্রশ্নে ধোনির আঘাত ৷ সব মিলিয়ে এই ছবি নিয়ে কৌতুহলের শেষ নেই ৷ তার ওপর একের পর এক গান মুক্তি পাচ্ছে ইউটিউবে ৷ আর মুক্তি পেতেই লাইকের সংখ্যা লক্ষাধিক ৷

  কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ধোনি বায়োপিকের একটি গান ৷ আর এবার মুক্তি পেল, এই ছবির আরেকটি রোমান্টিক গান৷ জানা গিয়েছে এই গানের মধ্যে দিয়েই ধরা পড়বে ধোনি ও সাক্ষীর প্রেম ৷ গানটি গেয়েছেন আরমান মালিক ৷

  ধোনির বায়োপিকে, ধোনির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুশান্ত সিং রাজপুতকে ৷ ধোনির স্ত্রী সাক্ষীর চরিত্রে রয়েছেন কিয়ারা আদবানি ৷

  বহুদিনের অপেক্ষার অবসান ৷ শেষমেশ সামনে এল ‘এমএস ধোনি’ ট্রেলার ! খড়গপুরের প্ল্যাটফর্ম থেকে স্টেডিয়াম ৷ যাত্রাটা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির কেমন ছিল, সেটাই ফুটে উঠেছে গোটা ছবিতে ৷ আর ধোনির চরিত্রে একেবারে পারফেক্ট সুশান্ত সিং রাজপুত !

  বৃহস্পতিবার মুম্বইয়ে প্রকাশ হল ‘ধোনি’র বায়োপিকের ট্রেলার ৷ অনুষ্ঠানে হাজির ছিলেন সুশান্ত সিং রাজপুত ও ছবির পরিচালক নীরজ পাণ্ডে ৷ উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনিও ৷

  সাংবাদিকটদের নানা প্রশ্নে একেবারে সিক্সার মারলেন ধোনি ৷ ছবি নিয়ে ধোনিকে জিজ্ঞেস করায়, ধোনি জানালেন, ‘এভাবে নিজেকে পর্দায় দেখব ভাবতেও পারিনি ৷ অন্যরকম অনুভূতি ৷ কথায় বোঝানো খুব কঠিন ৷ তবে হ্যাঁ, আমার থেকেও সুশান্তকে বেশি ভালো লাগছে ধোনি হিসেবে !’ ধোনির রিয়েল লাইফের প্রেম সম্পর্কে জানতে চাইলে, ধোনি স্পষ্টই জানালেন, ‘অনেক কিছু না জানা থাকাই ভালো ৷ এতে ঘটনা দুর্বল হয়ে পড়ে ৷ সিনেমায় যা আছে, সেটাকেই বাস্তব হিসেবে মেনে নিন !’

  অন্যদিকে সুশান্ত সিং রাজপুত জানান, ‘প্রথমে একটু ভয় পেয়েছিলাম ৷ ধোনির মতো হতে পারব কি? কিন্তু পুরো ব্যাপারটা নিজের মতো করে নিলাম ৷ আশা করি ধোনি ও দর্শকদের পছন্দ হবে !’

  First published: