#মুম্বই: দিনরাত্রি শুনেছেন, কিন্তু লভরাত্রি ! ভাবছেন এ আবার কি? গল্পটা আসলে ফেঁদেছেন সলমন খান নিজে ৷ কারণ, এই লাভরাত্রি তাঁর বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মারই কীর্তিকলাপ !
ব্যাপারটা আর গোল গোল না ঘুরিয়ে, খোলসা করি বরং ৷ বলিউডে আসলে যা ঘটে তার বেশিরভাগটাই আসলে ফিল্মি ! ঠিক যেমন এই লভরাত্রি৷ আসলে, সলমন খান এবার তাঁর প্রোডাকশন হাউজ থেকে লঞ্চ করছেন ভগ্নিপতি আয়ুশ শর্মাকে ৷ ছবির নাম ‘লভরাত্রি’ ৷ নবরাত্রি-র সঙ্গে সামঞ্জস্য রেখে এক নতুন ধরণের প্রেমের গল্প বলবে এই ছবি ৷ তবে শুধু আয়ুশই নয়, এই ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন সুন্দরী ওয়ারিনা হুশেন৷
দেখুন ছবির ট্রেলার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Loveratri, Salman Khan