corona virus btn
corona virus btn
Loading

পতিতাপল্লীতে বোনের খোঁজ, সমাজের গালে সপাটে চড় ‘লাভ সোনিয়া’র !

পতিতাপল্লীতে বোনের খোঁজ, সমাজের গালে সপাটে চড় ‘লাভ সোনিয়া’র !
Film Poster
  • Share this:

#মুম্বই: মাত্র ২ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিও ৷ আর সেই ভিডিওতেই অন্ধকার জগত থেকে গভীর সত্যকে যেন টেনে হিঁচড়ে বের করে আনলেন পরিচালক তরবেজ নুরানি ৷ বুকের ভিতর জমা কান্নাকে যেন ছড়িয়ে দিলেন রুপোলি পর্দায় ৷ ট্রেলারেই প্রকাশ পেল এক বোনের আর্তনাদ ৷ সঙ্গে সমাজের গালে সপাটে চড় !

সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হতে চলেছে নতুন ছবি লাভ সোনিয়া ৷ আর এই ছবিতেই উঠে আসবে মুম্বইয়ের পতিতাপল্লীর ঘটনা ৷ এক বোন, তাঁর বোনকে খুঁজতেই পা রাখবে অন্ধকার জগতে ৷ দেখা হবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ৷

ছবিতে অভিনয় করছেন অনুপম খের, রাজকুমার রাও, রিচা চাড্ডা, ডেমি মুর, মনোজ বাজেপেয়ী, ফ্রিদা পিন্টো ও নবাগত মুনাল ঠাকুর ৷ দেখুন ট্রেলারটি ৷

First published: August 23, 2018, 5:16 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर