• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ধোনির প্রেমিকা হয়েও, ধোনির সামনে আসেননি দিশা !

ধোনির প্রেমিকা হয়েও, ধোনির সামনে আসেননি দিশা !

ট্যুইটার

ট্যুইটার

এট আবার কেমন কথা ৷ প্রেমিকা হয়েও, ধোনির সামনে আসা হয়নি ৷ একদিকে তিনি স্পষ্ট জানিয়েছেন, ধোনিকে তিনি ভালোবাসেন,

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: এট আবার কেমন কথা ৷ প্রেমিকা হয়েও, ধোনির সামনে আসা হয়নি ৷ একদিকে তিনি স্পষ্ট জানিয়েছেন, ধোনিকে তিনি ভালোবাসেন, কিন্তু ধোনিকে আজ পর্যন্ত সামনেই দেখেননি ! উপরের এই লাইন গুলো বলে হতবাক হলেও, কাব্যটা অনেকটা এরকমই ৷ তবে ব্যাপারটা মোটেই বাস্তব ঘটনা নয়, বরং একশো শতাংশ ফিল্মি !

  নীরজ পাণ্ডে পরিচালিত মহেন্দ্র সিং ধোনি-র বায়োপিকে ধোনির প্রেমিকার চরিত্রে দেখা যাবে দিশা পটানিকে ৷ আর এই দিশা পটানিই এখনও অবধি চোখের সামনে দেখেননি বাস্তবের ধোনিকে ৷

  আরও পড়ুন 

  আমাকে নায়ক করতে বায়োপিক নয়: ধোনি

  পর্দায় ধোনি সেজেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত ৷ আর সেই সুশান্তের সঙ্গেই পর্দায় প্রেম করেছেন দিশা ৷ তবে দিশার ইচ্ছে, পর্দার ধোনি নয়, বরং ক্রিকেটর মাহির সঙ্গেই দেখা করার ৷

  সম্প্রতি দিশা ছবির প্রোমোশনে এসে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘একবার ধোনির সঙ্গে দেখা করতে চাই৷ জিজ্ঞেস করতে চাই, আমি কী ঠিক অভিনয় করতে পেরেছি? আমাকে সিনেমায় কেমন লেগেছে ৷’

  আরও পড়ুন 

  এই গানেই ধরা পড়বে ধোনি-সাক্ষীর প্রেম!

  ক্রিকেটর ধোনির বরাবরই ভক্ত দিশা জানান, ‘এই ছবিতে অভিনয় করে ধোনির সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি৷ যা আমার ভালোলাগাটা আরও বাড়িয়ে তুলেছে ৷ ’

  বলিউডে এই ছবি দিয়েই পা রাখতে চলেছেন দিশা ৷ এর আগে তেলেগু ছবি ‘লোফার’-এ দেখা গিয়েছিল তাঁকে ৷ তাছাড়াও, টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে এক ভিডিও অ্যালবামেও দেখা গিয়েছিল দিশা পটানিকে৷ গুঞ্জনে আসে, টাইগার শ্রফের সঙ্গেই নাকি প্রেম করছেন দিশা ৷ তবে এই নিয়ে কোনওরকম মুখ খুলতে চাননি দিশা ৷ দিশার পুরো ফোকাসটাই এখন ধোনি বায়োপিকের ওপর ৷

  First published: