#মুম্বই: সম্প্রতি এক সমীক্ষাতেই এসেছে এরকম তথ্য ৷ করোনার প্রকোপে গোটা বিশ্বে যখন লকডাউন ৷ ঘরবন্দি যখন দেশের বেশিরভাগ মানুষ ৷ ঠিক তার পর থেকেই নাকি বেশ কিছু দেশে হঠাৎ করে বেড়ে গিয়েছে পারিবারিক হিংসা ও অশান্তির ঘটনা ৷ আর এ ব্যাপারে অন্য দেশের থেকে অনেকাংশেই এগিয়ে ভারত ৷
বিশেষজ্ঞরা বলছেন, এই গোটা বিষয়টির সূত্রপাত আসলে মানসিক চাপ থেকে ৷ ২৪টি ঘণ্টা ঘরবন্দি হওয়ার কারণেই মানুষ অনেক বেশি অধৈর্য হয়ে পড়েছে ৷ শুধু তাই নয়, যেহেতু এসময় বেশিরভাগ মানুষকে
তবে ব্যাপারটি মোটেই সুস্থ ও স্বাভাবিক হিসেবে দেখছেন না চিকিৎসকরা ৷ বেশ কিছু ঘটনা গভীর অপরাধের রূপ নিচ্ছে ৷ লকডাউনের সময়ে এই ধরনের ঘটনাকে না লুকিয়ে রেখে প্রকাশ্যে নিয়ে আসার কথাই এবার জানিয়ে দিল বলিউডের তারকারা ৷ অনুষ্কা শর্মা থেকে করণ জোহর, বিদ্যা বালন, মাধুরী দীক্ষিত সবাই এর বিরুদ্ধে গর্জে ওঠার ডাক দিলেন ৷ তবে শুধুই বলিউড নয়, এই সচেতনামূলক ভিডিওতে দেখা গেল বিরাট কোহলি ও মিতালী রাজকেও ৷
দেখুন সেই ভিডিও----
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Domestic violence