Home /News /entertainment /
বিয়ের আগেই একসঙ্গে মলদ্বীপে রাত কাটাচ্ছেন অর্জুন-মালাইকা!

বিয়ের আগেই একসঙ্গে মলদ্বীপে রাত কাটাচ্ছেন অর্জুন-মালাইকা!

Malaika Arora and Arjun Kapoor

Malaika Arora and Arjun Kapoor

 • Share this:

  #মুম্বই: বিয়ে নিয়ে মুখে কুলুপ৷ তবে একসঙ্গে কাটাচ্ছেন দিনরাত্রি!তবে ভাববেন না এটা হানিমুন৷ তা তো হবে বিয়ের পর৷ আপাতত আইবুড়ো থাকা শেষ ক’টা দিন বন্ধুদের সঙ্গে কাটাতে ব্যস্ত মালাইকা৷ তিনি পৌঁছে গিয়েছেন মলদ্বীপে৷ সেখান থেকেই নানা মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে৷ আগে থেকেই মনে করা হচ্ছিল যে সেখানে রয়েছেন অর্জুনও৷ এবার সামনে এল তাঁর ছবিও৷ আর স্পষ্ট হল যে অর্জুন-মালাইকা দু’জনেই বিয়ের আগে একান্তে সময় কাটাচ্ছেন৷

  আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় মালাইকার৷ তারপর থেকেই গুঞ্জন ছিল যে মালাইকা ও অর্জুন কাপুর প্রেম করছেন৷ বয়সে অনেকটা ছোট অর্জুনের সঙ্গে প্রেম নিয়ে নানা মহলে নানা মন্তব্য উঠে এসেছিল৷ যদিও নিজেদের প্রেম নিয়ে কখনও কোনও কথা বলেননি অর্জুন ও মালাইকা৷

  আরও পড়ুনএ কোন অবতারে দিতিপ্রিয়া? রাসমণির সাজ ছেড়ে একেবার সুইম স্যুটে!

  Photo Courtesy: Instagram Photo Courtesy: Instagram Photo Courtesy: Instagram Photo Courtesy: Instagram Photo Courtesy: Instagram Photo Courtesy: Instagram

  তবে আপাতত বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা৷ ১৯শে এপ্রিল তাদের বিয়ে৷ তার আগে মলদ্বীপে গিয়েছেন এই তারকা প্রেমিক-প্রেমিকা৷ বিয়ের আগে একফ্রেমে আসতে চাইছেন না অর্জুন-মালাইকা৷ তাই এবারও একসঙ্গে ছুটি কাটালেও, ছবি পোস্ট করলেন আলাদাই৷

  First published:

  Tags: Arjun kapoor, Malaika Arora, অর্জুন কাপুর, মালাইকা আরোরা

  পরবর্তী খবর