• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • জিতের ছবিতে ‘অশ্লীল’ গান, আইনি নোটিস বাংলাদেশে

জিতের ছবিতে ‘অশ্লীল’ গান, আইনি নোটিস বাংলাদেশে

ইদেই মুক্তি পেতে চলেছে জিৎ-এর নতুন ছবি ‘বস ২’ ৷ আর মুক্তির আগেই বিতর্কে মুখে পড়ল এই ছবি ৷

ইদেই মুক্তি পেতে চলেছে জিৎ-এর নতুন ছবি ‘বস ২’ ৷ আর মুক্তির আগেই বিতর্কে মুখে পড়ল এই ছবি ৷

ইদেই মুক্তি পেতে চলেছে জিৎ-এর নতুন ছবি ‘বস ২’ ৷ আর মুক্তির আগেই বিতর্কে মুখে পড়ল এই ছবি ৷

 • Share this:

  #ঢাকা: ইদেই মুক্তি পেতে চলেছে জিৎ-এর নতুন ছবি ‘বস ২’ ৷ আর মুক্তির আগেই বিতর্কে মুখে পড়ল এই ছবি ৷ এই ছবির ‘আল্লা মহেরবান’ গানটিকে নিয়েই তুমুল বিতর্ক উঠেছে বাংলাদেশে ৷ ‘বস ২’ প্রযোজককে আইনি নোটিস পাঠিয়েছে বাংলাদেশের এক আইনজীবী৷ ইউটিউব থেকে এই গানটি তুলে নেওয়ার জন্যই আইনি নোটিস দেওয়া হল ছবির প্রযোজককে ৷

  সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে বস ২ ছবির গান আল্লা মহেরবান ৷ এই গানটিতে বাংলাদেশের অভিনেত্রী নুসরৎ ফারিয়াকে দেখা গিয়েছে বেলি ডান্স করতে, আর এখানেই আপত্তি করেছে বাংলাদেশের আইনজীবী আজিজুল বাশার ৷

  বাংলাদেশের আইনজীবী আজিজুল বাশারের কথা অনুযায়ী, ‘এই গান বাংলাদেশে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে ৷ এই গান অত্যন্ত অশ্লীল ৷ এই অশ্লীল গানের সঙ্গে আল্লাহের নাম এসেছে ৷ পবিত্র রমজানের সময় এই গান বাংলাদেশের মানুষের ভাবাবেগে আঘাত দিতে পারে!’

  তবে এই প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার প্রধান আবদুল আজিজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা এখনও কোনও আইনি নোটিস পাইনি ৷ নোটিস পেলে আমাদের আইনজীবীই আইনি পথেই ব্যবস্থা নেবে ৷ ’

  First published: