Home /News /entertainment /
অবিকল যেন সুশান্ত সিং রাজপুত ! যুবকের টিকটক ভিডিওতে তোলপাড় নেটদুনিয়া

অবিকল যেন সুশান্ত সিং রাজপুত ! যুবকের টিকটক ভিডিওতে তোলপাড় নেটদুনিয়া

Photo: Tiktok

Photo: Tiktok

ঝড়ের বেগে এই যুবকের ভিডিও হচ্ছে ভাইরাল ৷ যুবকের এই ভিডিও ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

 • Share this:

  #মুম্বই: হঠাৎই ব্রেকিং নিউজ ! যে ‘নায়ক’ সিনেমার পর্দায় জীবনের লড়াই দেখাতেন, যে নায়কের এক হাসিতেই মেয়েরা কাবু হতেন, সেই নায়ক আজ নেই ! তাঁর ঝুলন্ত মৃতদেহ ফ্ল্যাট থেকে উদ্ধার করল পুলিশ ! মেডিক্যাল রিপোর্টে মানসিক অবসাদ ! কী দুঃখ মনের মধ্যে চেপে রেখেছিলেন সুশান্ত সিং রাজপুত ? কেন এরকম পরিণতি প্রতিভাবান নায়কের ! স্তব্ধ গোটা দেশ ৷ গোটা বলিউড ৷

  সুশান্তের মৃত্যুর পর বলিউডে আছড়ে পড়েছে নেপোটিজম বিতর্ক ৷ একে একে বলিউডের ঝুলি থেকে বেরিয়ে পড়েছে তারকাদের কেচ্ছা ! তবে তার মাঝে মৃত্যুর পরেও ফ্যানদের মন জয় করে চলেছেন সুশান্ত ৷ সোশ্যাল মিডিয়াতেও বার বার ভাইরাল হচ্ছে সুশান্তের পুরনো সব ভিডিও ৷

  (ভিডিওটি নেওয়া হয়েছে প্রসেনজিৎ রক্ষিতের ফেসবুক প্রোফাইল থেকে )

  তবে এবার যে ভিডিও ভাইরাল হয়েছে, তা দেখে রীতিমতো হতবাক সুশান্তের ভক্তেরা ৷ কীভাবে একটা মানুষ অবিকল আরেকটা মানুষের মতো দেখতে হতে পারে, তা ভেবেই আপাতত দিন কাটছে নেটিজেনদের ৷ সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই দেখা যায় স্টারদের লুক আ লাইক ভিডিও ৷ আর এবার সেভাবেই সামনে এল সুশান্ত সিং রাজপুতের লুক আ লাইক-এক যুবক ৷

  টিকটক প্রোফাইলে @naved9026 -এর এই যুবক এখন জনপ্রিয় হয়েছেন সুশান্ত সিং রাজপুত জুনিয়ার হিসেবেই ৷ নেটিজেনরা বলছেন, এই যুবকের মধ্যে দিয়েই ফিরছেন সুশান্ত ৷ সুশান্তের মতোই তাঁর চাউনি, তাঁর চুলের স্টাইল ৷ হাঁটাচলাও একেবারে সুশান্ত ৷ ঝড়ের বেগে এই যুবকের ভিডিও হচ্ছে ভাইরাল ৷ যুবকের এই ভিডিও ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

  তবে এই যুবকটিই শুধু নয়, ভাইরাল হয়েছেন আরও এক যুবকও ৷ নেটিজেনদের দাবি, এই যুবকও হলেন সুশান্তের লুক আ লাইক ৷

  Published by:Akash Misra
  First published:

  Tags: Sushant singh Rajput

  পরবর্তী খবর