Home /News /entertainment /

‘সামনা সামনি আলাপ হয়নি, সুশান্তের ধোনি আমাকে মুগ্ধ করেছিল’, শোকপ্রকাশ লতা মঙ্গেশকরের

‘সামনা সামনি আলাপ হয়নি, সুশান্তের ধোনি আমাকে মুগ্ধ করেছিল’, শোকপ্রকাশ লতা মঙ্গেশকরের

সুশান্ত সিং রাজপুতের মতো অভিনেতার যে পরিণতি এরকম হবে তা মানাই যায় না ৷

 • Share this:

  #মুম্বই: বলিউড কিছুতেই মেনে নিতে পারছে না প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের হঠাৎ মৃত্যু ৷ সুশান্ত সিং রাজপুতের মতো অভিনেতার যে পরিণতি এরকম হবে তা মানাই যায় না ৷

  অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন লতা মঙ্গেশকরও ৷ ট্যুইটারে পোস্ট করে তিনি লিখলেন, ‘সামনা সামনি সুশান্তের সঙ্গে আলাপ হওয়ার সুযোগ হয়নি ৷ তবে ওর মৃত্যুর খবরে খুব দুঃখ পেয়েছি ৷ ধোনি ছবিতে এত ভালো অভিনয় করেছিল, যে কোনওদিন ভুলতে পারব না ৷ ইশ্বরের কাছে ওর আত্মার শান্তি কামনা করি ৷ ’

  Published by:Akash Misra
  First published:

  পরবর্তী খবর