corona virus btn
corona virus btn
Loading

অসুস্থ লতা মঙ্গেশকর, ভর্তি মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে

অসুস্থ লতা মঙ্গেশকর, ভর্তি মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে
Photo Collected

সূত্রের খবর ব্রিজ ক্যান্ডি হাসপাতালের এক অভিজ্ঞ চিকিৎসক তার চিকিৎসার দায়িত্বের ছিলেন৷

  • Share this:

#মুম্বই: অসুস্থ লতা মঙ্গেশকর৷ সোমবার ভোররাতে সুরসম্রাজ্ঞীকে তড়িঘড়ি আনা হল হাসপাতালে৷ নিঃশ্বাসের কষ্টের ফলে তাকে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতলে ভর্তি করা হয়েছে৷ আপাতত চিকিৎসাধীন লতা৷ তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে৷

সূত্রের খবর ব্রিজ ক্যান্ডি হাসপাতালের এক অভিজ্ঞ চিকিৎসক তার চিকিৎসার দায়িত্বের ছিলেন৷ পরে সমস্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে স্থানান্তরিত করা হয় লতা মঙ্গেশকরকে৷ রাত ১.৩০এ তিনি হাসপাতালে ভর্তি হন৷ রবিবারই নিজের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন লতা৷

পানিপথ ছবিতে অভিনয়ের জন্য পদ্মিনী কোলহাপুরেকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি৷ সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ ৯০ বছরে পা দিয়েছেন বলিউডের কোকিলকন্ঠী৷

First published: November 11, 2019, 6:35 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर