• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সুস্থ আছেন লতা, ২৮ দিন পর ফিরলেন বাড়ি

সুস্থ আছেন লতা, ২৮ দিন পর ফিরলেন বাড়ি

লতা মঙ্গেশকর ৷ -ফাইল চিত্র ৷

লতা মঙ্গেশকর ৷ -ফাইল চিত্র ৷

২৮ দিন ধরে মুম্বইয়ের বেসরকারি এক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার ফিরলেন নিজের বাড়িতে ৷

 • Share this:

  #মুম্বই: সুস্থ আছেন লতা মঙ্গেশকর৷ ২৮ দিন ধরে মুম্বইয়ের বেসরকারি এক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার ফিরলেন নিজের বাড়িতে ৷ নিজের সুস্থ থাকার খবর নিজেই ট্যুইট করে জানালেন লতা মঙ্গেশকর ৷

  ট্যুইটে লতা লিখলেন, ‘চিকিৎসা সত্যিই ভগবানের দূত ৷ যাদের কারণে আমি সুস্থ হয়ে উঠেছি ৷ ব্রিজ ক্যান্ডির প্রত্যেকটি ডাক্তার, কর্মীদের আন্তরিক ধন্যবাদ ৷’

  lata m

  লতা মঙ্গেশকর ট্যুইটে আরও লিখলেন, ‘২৮ দিন ধরে আমি চিকিৎসাধীন ছিলাম ৷ আমার নিউমোনিয়া হয়েছিল ৷ চিকিৎসরা জানিয়েছিলেন, একেবারে সুস্থ করেই আমাকে বাড়িতে পাঠাবে ৷ এখন আমি অনেকটাই সুস্থ ৷ চিকিৎসকদের ধন্যবাদ ৷’

  গত ১১ নভেম্বর হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৷ শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ৷ টানা ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার বাড়িতে ফেরেন লতা মঙ্গেশকর ৷

  First published: