• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ‘১৯ বছরেই বিয়ে দিতে চাইছে বাবা, খুনের হুমকি দিচ্ছে’ চাঞ্চল্যকর অভিযোগ ‘কুমকুম ভাগ্য’ অভিনেত্রীর

‘১৯ বছরেই বিয়ে দিতে চাইছে বাবা, খুনের হুমকি দিচ্ছে’ চাঞ্চল্যকর অভিযোগ ‘কুমকুম ভাগ্য’ অভিনেত্রীর

তবে বরেলি পুলিশ জানিয়েছে, এখনও পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি অভিনেত্রী ।

তবে বরেলি পুলিশ জানিয়েছে, এখনও পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি অভিনেত্রী ।

তবে বরেলি পুলিশ জানিয়েছে, এখনও পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি অভিনেত্রী ।

 • Share this:

  #মুম্বই: ভিডিও করে সবার সামনে বাবার ‘স্বরূপ’ তুলে ধরলেন ‘কুমকুম ভাগ্য’র জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি শাঙ্খদার । ভিডিওতে নিজের বাবার বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ আনেন তিনি । বলেন, ১৯ বছর বয়সেই তাঁর বাবা জোর করে তাঁর বিয়ে দিয়ে দিতে চাইছেন নিজের পছন্দের পাত্রের সঙ্গে । এমনকি কথার অবাধ্য হলে খুনি করে দেওয়ার হুমকিও দিচ্ছেন মেয়েকে ।

  আদতে উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও পোস্ট করেছেন বাবা রতন শঙ্খদার বিরুদ্ধে ।

  View this post on Instagram

  #uppolice #yogi #spcity #bareilly #delhi

  A post shared by Tripti Shankhdhar (@triptishankhdhar) on

  অভিনেত্রী জানিয়েছেন, তিনি এখন মায়ের সঙ্গে বাড়ি ছেড়ে চলে এসেছেন । তবে বরেলি পুলিশ জানিয়েছে, এখনও পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি অভিনেত্রী ।
  Published by:Simli Raha
  First published: