#মুম্বই: করোনা ভাইরাস যেন টার্গেট করে ফেলেছে বলিউডি সেলিব্রিটিদের ৷ একে একে যেভাবে করোনা আক্রান্ত হচ্ছেন বলিউডের অভিনেতারা, তাতে করোনা এখন বলিউডের নতুন ট্রেন্ড ৷
সবাইকে চমকে দিয়ে করোনা আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও ছোট্ট আরাধ্যাও ৷ তারপর তো একে একে করোনা আক্রান্ত হতে থাকলেন, বড় পর্দা ও ছোটপর্দার অভিনেতারা ৷ শুধু বলিউডে নয়, টলিউডেও সৌমিত্র চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ করোনায় আক্রান্ত হয়েছিলেন সোহম, সুদীপ্তা চক্রবর্তীও ৷ করোনা আক্রান্ত হয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তীও ৷
তবে এবার বলিউডের অন্যতম হট হ্যাপেনিং নায়িকাই আক্রান্ত হলেন করোনা ভাইরাসে ৷
কৃতি শ্যানন ৷ মুম্বই থেকে চণ্ডীগড় উড়ে গিয়েছিলেন নতুন ছবির শ্যুটিংয়ে৷ ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন রাজকুমার রাও ৷ শ্যুটিং তো ভালই হলো ৷ কিন্তু শ্যুটিংয়ের মাঝেই বিপত্তিতে পড়লেন কৃতি শ্যানন ৷
খবর অনুযায়ী, চণ্ডীগড় থেকে মুম্বইতে ফিরেই নাকি করোনা আক্রান্ত হয়েছেন কৃতি ৷ তবে নায়িকার তরফ থেকে এখনও সেভাবে কোনও সোশ্যাল মিডিয়া পোস্ট পাওয়া যায়নি ৷ তবে গুঞ্জনে রয়েছে, তিনি নাকি মুম্বই বিমানবন্দরে নেমে পাপারাৎজিদের বলেছেন, এক সেকেন্ডের জন্যও মাস্ক খোলা যাবে না ৷ আর সে থেকেই স্পেকুলেশন কৃতি করোনা আক্রান্ত !
এর আগে খবর এসেছে যুগ যুগ জিও-র শ্যুটিং করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন বরুণ ধাওয়ান, নীতু কাপুরও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Kriti Sanon