corona virus btn
corona virus btn
Loading

বলিউডে বাঙালি, ফিল্ম ফেস্টের প্রদর্শনীতে বেঙ্গল ইন বলিউড

বলিউডে বাঙালি, ফিল্ম ফেস্টের প্রদর্শনীতে বেঙ্গল ইন বলিউড
File Photo

ফেস্টিভ্যাল শুধুমাত্র ছবি দেখার উৎসব নয়। কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীও কিন্তু দর্শকের মন কাড়ে।

  • Share this:

#কলকাতা: ফেস্টিভ্যাল শুধুমাত্র ছবি দেখার উৎসব নয়। কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীও কিন্তু দর্শকের মন কাড়ে। এবারেও তাঁর ব্যতিক্রম হয়নি। এবারে তেইশতম কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রদর্শনীর বিষয় বেঙ্গল ইন বলিউড। বিভিন্ন পরিচালক যাঁরা মুম্বইতে তাঁদের সাক্ষর রেখেছেন। তাঁদের ছবির পোস্টার জায়গা পেয়েছে এই প্রদর্শনীতে।

ছবি নিয়ে অজানা বিষয়গুলি তুলে আনাও উৎসবের লক্ষ্য। সেই দিক থেকে এই প্রদর্শনী অভিনব বলা চলে।

শুধুমাত্র পরিচালক নয়। সম্পাদক থেকে সিনেমাটোগ্রাফার। আর্ট ডিরেক্টর থেকে সাউন্ড রেকর্ডিস্ট যাঁরা যাঁরা মুম্বইতে নিজের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। সেই সব মানুষদের কাজ নিয়েই নন্দনে চলছে প্রদর্শনী। আওয়ারা, বাজি থেকে গঙ্গা যমুনা সহ একাধিক ছবির পোস্টার জায়গা পেয়েছে তেইশতম কলকাতা চলচ্চিত্র উৎসবে। যা নতুন প্রজন্মের কাছে উপড়ি পাওনা।

প্রদর্শনী শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভিড় উপচে পড়ে। একদিকে এই পোস্টারগুলি যেমন নস্ট্যালজিক অন্যদিকে বাঙালিরা কী ভাবে বলিউড শাসন করেছে, তারই প্রতিচ্ছবী উঠে আসছে এই প্রদর্শনীতে।

তেইশতম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল শুধুমাত্র ছবি দেখার জন্যই নয়। ছবি নিয়ে অজানা বিষয়গুলি তুলে আনাও উৎসবের লক্ষ্য। সেই দিক থেকে এই প্রদর্শনী অভিনব বলা চলে।

First published: November 14, 2017, 2:32 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर