• Home
  • »
  • News
  • »
  • entertainment
  • »
  • দ্বিতীয় পরীক্ষাতেও রিপোর্ট পজিটিভ কোয়েল-নিসপালের

দ্বিতীয় পরীক্ষাতেও রিপোর্ট পজিটিভ কোয়েল-নিসপালের

এবার খবরে এল দ্বিতীয়বার পরীক্ষার পরেও করোনা পজিটিভ কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানে।

এবার খবরে এল দ্বিতীয়বার পরীক্ষার পরেও করোনা পজিটিভ কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানে।

এবার খবরে এল দ্বিতীয়বার পরীক্ষার পরেও করোনা পজিটিভ কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানে।

  • Share this:

#কলকাতা: করোনা আক্রান্ত কোয়েল মল্লিক, নিসপাল সিং, রঞ্জিত মল্লিক ও তাঁর স্ত্রী দীপা মল্লিক৷ ট্যুইটারে করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়ে ছিলেন কোয়েল ৷ আর এই খবর পাওয়া মাত্রই হইচই পড়ে গিয়েছিল গোটা শহরে ৷ তারপর থেকেই ঘন ঘন খোঁজ খবর মল্লিক পরিবারে ৷ কেমন আছেন কোয়েল, নিসপাল, রঞ্জিত মল্লিকেরা ? তাঁরা কী সুস্থ হয়েছেন?

এবার খবরে এল দ্বিতীয়বার পরীক্ষার পরেও করোনা পজিটিভ কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানে। কোয়েলের মা দীপা মল্লিকের রিপোর্টও পজিটিভ এসেছে। তবে আশার খবর এটাই দ্বিতীয় পরীক্ষার পর রঞ্জিত মল্লিকের রিপোর্ট নেগেটিভ। ১৭ তারিখ দ্বিতীয় বার নমুনা সংগ্রহ করা হয় তাঁদের। (১০ জুলাইয়ে করা কোয়েল মল্লিকের ট্যুইট) মে মাসে মা হয়েছেন কোয়েল মল্লিক ৷ জন্ম দিয়েছেন ফুটফুটে পুত্র সন্তানের ৷ তারপর থেকে বেশিরভাগ সময়টা ঘরেই রয়েছেন তিনি ৷ এই অবস্থায় করোনা সংক্রমণের খবর রীতিমতো ভাবিয়ে তুলেছিল সবাইকে ৷ কোয়েল নিজেই জানিয়ে ছিলেন তাঁর সন্তান সুস্থ রয়েছে ৷ চিকিৎসকের পরামর্শ মতো হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন তাঁরা ৷
Published by:Akash Misra
First published: