Home /News /entertainment /
বিয়েতে বাড়তি খাবার দিয়ে কী করলেন কপিল শর্মা?

বিয়েতে বাড়তি খাবার দিয়ে কী করলেন কপিল শর্মা?

photo: collected

photo: collected

  • Share this:

    #মু্ম্বই: বিয়ে বা কোনও বড় অনুষ্ঠান মানেই প্রচুর খাবার৷ আর প্রায় সব অনুষ্ঠানেই বেঁচে যায় প্রচুর খাবার৷ কখনও সেই সব খাবার আমরা দিয়ে দিই আত্মীয়দের, কখনও জায়গা হয় ডাস্টবিনে৷ নিজের বিয়েতে বেঁচে যাওয়া খাবার দিয়ে অভিনব পদক্ষেপ করলেন কপিল শর্মা৷ ১২ ডিসেম্বর জলন্ধরে বহুদিনের প্রেমিকা গিনি চত্রথের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কপিল শর্মা৷ ১৪ ডিসেম্বর অমৃতসরে ছিল তাদের রিসেপশন৷ দুটি অনুষ্ঠানেই বেঁচে যাওয়া খাবার ফিডিং ইন্ডিয়া এনজিও-তে দিয়ে দিয়েছেন কপিল৷ ফিডিং ইন্ডিয়া এনজিও-র প্রতিষ্ঠাতা অঙ্কিত কাওয়াত্রা বলেন, কপিলের পদক্ষেপ সত্যিই বড় উদাহরণ তৈরি করেছে৷ এর ফলে সচেতনতা বাড়বে৷ আরও অনেকেই তাদের বাড়ির অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার এই ভাবে দিয়ে দিতে এগিয়ে আসবেন৷ কপিলকে আমাদের সংস্থার কথা জানাতেই ও রাজি হয়ে যায়৷ দ্বিতীয়বার ভাবেনি৷ আগামী ২৪ ডিসেম্বর মুম্বইতে ইন্ডাস্ট্রির জন্য গ্র্যান্ড রিসেপশন দিতে চলেছেন কপিল-গিনি৷

    First published:

    Tags: Bollywood Wedding, Kapil Sharma, Wedding

    পরবর্তী খবর