KK Death News Updates: শিল্পা রাও থেকে হরিহরণ- কেকের উদ্দেশ্যে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাইয়ের বাসভবনে উপস্থিত প্রত্যেকে। 'বাচনা অ্যায় হাসিনো'র 'খুদা জানে' গানে কেকের সঙ্গী ছিলেন শিল্পা। এসেছেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য৷ প্রয়াত গায়ককে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বইয়ের বাড়িতে পৌঁছন সঙ্গীত পরিচালক সেলিম মার্চেন্ট৷ প্রয়াত গায়ককে শেষ শ্রদ্ধা জানাতে চলচ্চিত্র নির্মাতা কবির খান এবং তার স্ত্রী মিনি মাথুর। আসেন জাভেদ আলি৷ কেকে-র বাসভবনে হরিহরণের আগমণের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ইনস্টাগ্রামে এখনও কনসার্টের আহ্বান, অনুষ্ঠানের জমজমাট মুহূর্ত। অথচমানুষটা নেই। অসংখ্য মানুষের হৃদয় শূন্য করে, একটা গোটা প্রজন্মকে বিনিদ্র রজনী উপহার দিয়ে গায়ক কেকে চলে গেলেন৷ গানের জন্য কলকাতায় এসেছিলেন। বলেছিলেন, কলকাতা আমি আসছি৷ এলেন তো বটে, কিন্তু শহর ছাড়লেন কফিনবন্দি হয়ে।
আরও পড়ুন: 'বুকে ব্যথা সহ্য করেই গান করছিলেন!' জানালেন ফিরহাদ হাকিম! শেষ ভিডিওতে কেকে-র মুখে যন্ত্রণা স্পষ্ট!রবীন্দ্র সদনে গানস্যালুট দেওয়া হয় প্রয়াত গায়ককে। কেকের স্ত্রী জ্যোতি, ছেলে নকুল, মেয়ে তামারার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতির কাঁধে হাত রেখে তাঁকে সান্ত্বনা দেন তিনি। কেকে আগে দিল্লিতে থাকতেন। স্ত্রী জ্যোতির কথা শুনে মুম্বই আসেন। এর পর দারুণ সাফল্য পান। এক সাক্ষাত্কারে কেকে বলেছিলেন, মুম্বইতে আসার পরে তাঁর জীবনে সাফল্য আসে। তিনি বলেছিলেন, এই সাফল্যের কৃতিত্ব শুধু তাঁর স্ত্রীর।
আরও পড়ুন: রবীন্দ্র সদনে KK-কে গান স্যালুট, নিজেই তদারকিতে মমতানিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।