Home /News /entertainment /
‘ধড়ক’-এর ট্রেলার লঞ্চে মা নেই, দিদিকে জড়িয়ে কাঁদলেন খুশি

‘ধড়ক’-এর ট্রেলার লঞ্চে মা নেই, দিদিকে জড়িয়ে কাঁদলেন খুশি

খুশি কাপুর ও জাহ্নবী কাপুর ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷

খুশি কাপুর ও জাহ্নবী কাপুর ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷

 • Share this:

  #মুম্বই: শ্রীদেবী চেয়েছিলেন মেয়ে জাহ্নবী বলিউডে পা রাখুক ৷ সে জন্য কম তোড়জোর করনেনি ভারতের প্রথম মহিলা সুপারস্টার ৷ ‘ধড়ক’ ছবির মাধ্যমে বি-টাউনে ডেবিউ করছেন জাহ্নবী কাপুর ৷ তবে তাঁর সেই আনন্দের মুহূর্তগুলো দেখে যেতে পারলেন না মা ৷

  আগামী ২০ জুলাই মুক্তি পেতে চলেছে ‘ধড়ক’৷ তার আগে আজ মুক্তি পেল এই ছবির ট্রেলার ৷ দিদির সঙ্গে ‘ধড়ক’-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রীদেবীর ছোট কন্যা খুশিও ৷ আজ আনন্দের দিন ৷ তবুও চোখের জল কিছুতেই বাধ মানছিল না তাঁর ৷ অনুষ্ঠানে এসে দিদিকে জড়িয়ে ধরে আবেগে কেঁদেই ফেললেন খুশি। হয়ত, তাঁরও মায়ের কথা মনে পড়ছিল ৷

  এদিন বোন খুশি ছাড়াও ‘ধড়ক’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিল বনি কাপুর, সঞ্জয় কাপুর ও দাদা হর্ষবর্ধন কাপুর। এছাড়া ছিলেন ছবির নায়ক ঈশান খট্টর।

  First published:

  Tags: Dhadak, Dhadak trailer launch, Janhvi Kapoor, Khushi Kapoor, খুশি কাপুর, জাহ্নবী কাপুর, ধড়ক

  পরবর্তী খবর