Home /News /entertainment /
ট্যাক্সিতে চেপে পালাচ্ছেন ইশান-অনন্যা, নতুন গোলমাল বলিউডে !

ট্যাক্সিতে চেপে পালাচ্ছেন ইশান-অনন্যা, নতুন গোলমাল বলিউডে !

অল্প সময়ের টিজারে অনেকগুলো প্রশ্ন রেখে গেল ইশান খট্টর ও অনন্যা পাণ্ডের নতুন ছবি ‘খালি-পিলি’র টিজার ৷

 • Share this:

  #মুম্বই: ইশান এক ট্যাক্সি চালক ৷ অনন্যা বার ডান্সার ৷ আর  তাঁদের সঙ্গে টাকা ভর্তি ব্যাগ ! কোথা থেকে এল, কে দিল, কেন তাঁরা পুলিশের থেকে পালাচ্ছে ! পিছনে রয়েছে কিছু মাফিয়াও৷  অল্প সময়ের টিজারে অনেকগুলো প্রশ্ন রেখে গেল ইশান খট্টর ও অনন্যা পাণ্ডের নতুন ছবি ‘খালি-পিলি’র টিজার ৷ যা কিনা ইতিমধ্যেই টক অফ দ্য টাউন !

  পরিচালক মকবুল খানের এই ছবি গত বছরের সেপ্টেম্বর মাসেই শ্যুটিং শুরু হয় ৷ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল জুন মাসে ৷ তবে করোনা আবহে সিনেমাহল বন্ধ থাকায় সব সিনেমার মুক্তিই স্তব্ধ হয়ে পড়ে ৷ মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো একে একে মুক্তি পেতে থাকে অ্যামাজন, নেটফ্লিক্স ও জিফাইভে ৷ তবে খালি-পিলির কপালে কী মুক্তি রয়েছে, তা এখনও স্পষ্ট নয় ৷ আপাতত, টিজারেই মন ভোলাচ্ছেন ইশান-অনন্যা ৷
  Published by:Akash Misra
  First published:

  Tags: Bollywood

  পরবর্তী খবর