#কলকাতা: পর্দায় ‘আরেকটি প্রেমের গল্প’ তৈরি করেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়৷ যেখানে সঙ্গী ছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ ৷ তবে পরিচালক হিসেবে নয়, ছিলেন মুখ্যঅভিনেতা ৷ সমকামী সম্পর্ক, বিরহ, লড়াই উঠে এসেছিল সেই ছবির গল্পে ৷ তবে কৌশিক এই ছবিই শুধু নয়, ঋতুপর্ণ ঘোষ ‘মেমোরিস ইন মার্চ’, ‘চিত্রাঙ্গদা’ ছবিতে বার বার তুলে এনেছেন এই লড়াইকে ৷ গল্প বুনেছিলেন নিজের মতো করে ৷ পর্দায় তুলে ধরে ছিলেন ‘কুইয়ের মুভমেন্ট !’
সুপ্রিম কোর্টের রায়ে আজ ভারতীয় সংবিধান থেকে বিদায় নিয়েছে ৩৭৭ ৷ সমকামীতা এখন আর অপরাধ নয় ৷ তাই এদিনে ঋতুপর্ণকেই মনে করলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ ট্যুইট করলেন, তাসের ঘরের গান আর সঙ্গে ঋতুপর্ণ-র ছবি ৷
ট্যুইটে কৌশিক লিখলেন,
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 377 Verdict, Kausik Ganguly