corona virus btn
corona virus btn
Loading

‘জ্যেষ্ঠপুত্র’ হয়ে ফিরছেন ঋতুপর্ণ ঘোষ, প্রকাশ্যে কৌশিকের নতুন ছবির ট্রেলার!

‘জ্যেষ্ঠপুত্র’ হয়ে ফিরছেন ঋতুপর্ণ ঘোষ, প্রকাশ্যে কৌশিকের নতুন ছবির ট্রেলার!
  • Share this:

#কলকাতা: কিছু তো একটা ম্যাজিক আছে, যে কারণে মায়ের পেটের ভাইকেও অনুমতি নিয়ে ঘরে ঢুকতে হয় ! সংলাপেই ধরা পড়ছে, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘জ্যেষ্ঠপুত্র’-র মধ্যে লুকিয়ে রয়েছে দুই ভাইয়ের এক সম্পর্কের টানাপোড়েনের গল্প ৷ আর টানাপোড়েনের মধ্যেই ধীরে ধীরে দানা বাঁধবে এক অন্যরকম গল্প ৷ সেই গল্পকেই এক জায়গায় নিয়ে এসে কৌশিক গঙ্গোপাধ্যায় তৈরি করেছেন ‘জ্যেষ্ঠপুত্র’ ৷ তবে কৌশিক গঙ্গোপাধ্যায় নিজেই জানিয়েছেন এই ছবির মূল ভাবনা ঋতুপর্ণ ঘোষের ৷

‘জ্যেষ্ঠপুত্র’ ছবির টিজার মুক্তি পাওয়ার কিছু আগে থেকেই এই ছবি নিয়ে বিতর্ক শুরু হয় ৷ বিতর্ক শুরু হয় পরিচালক প্রতীম ডি গুপ্তা ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের মধ্যে ৷ প্রতীম ডি গুপ্তা সোশ্যাল নেটওয়ার্ক সাইটের মধ্যে দিয়ে জানান, এই ছবির ভাবনা আসলে ঋতুপর্ণ ঘোষ ও তাঁর ৷ যার মধ্যে হঠাৎই ঢুকে পড়েন কৌশিক গঙ্গোপাধ্যায় ৷

তবে আপাতত সেই বিতর্ক রইল পাশে ৷ দেখে নিন এই ছবির ট্রেলার ৷ এই ছবিতেই প্রথমবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তী ৷

First published: April 11, 2019, 3:06 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर