Home /News /entertainment /
ক্রোড়পতির খেতাব জিতেও এই প্রশ্নের উত্তর দিতে পারেননি IPS মোহিতা, আপনি জানেন?

ক্রোড়পতির খেতাব জিতেও এই প্রশ্নের উত্তর দিতে পারেননি IPS মোহিতা, আপনি জানেন?

মঙ্গলবারের এপিসোডে আরও একজন ক্রোড়পতিকে খুঁজে পেল এই বিখ্যাত টেলিভিশন শো।

 • Share this:

  #মুম্বই: মঙ্গলবারের এপিসোডে আরও একজন ক্রোড়পতিকে খুঁজে পেল এই বিখ্যাত টেলিভিশন শো। কৌন বনেগা ক্রোড়পতির এই সিজনে এ বার ক্রোড়পতি হিসেবে নাম উঠে এল মোহিতা শর্মার। কিন্তু তিনিও উত্তর দিতে পারেননি সাত কোটি টাকার প্রশ্নটির। প্রশ্ন এতটাই কঠিন ছিল যে, এক কোটি টাকা নিয়েই শো ছাড়ার সিদ্ধান্ত নেন মোহিতা। সাত কোটির জ্যাকপট প্রাইজ মানির দিকে আর হাত বাড়ানোর চেষ্টা করেননি। কিন্তু কী ছিল এই প্রশ্ন? আসা যাক IPS অফিসার মোহিতা শর্মার কৌন বনেগা ক্রোড়পতির এপিসোডে। শুরু থেকেই দারুণ খেলছিলেন তিনি। সঞ্চালক অমিতাভ বচ্চনের করা সমস্ত প্রশ্নগুলির একের পর এক উত্তর দিয়ে চলেছিলেন। কিন্তু শেষের দিকে একটি কঠিন প্রশ্নের জেরে আর এগোতে পারেননি IPS মোহিতা। এই প্রশ্নটির উত্তর দিতে পারেননি তিনি। মোহিতাকে করা শেষ প্রশ্নটি ছিল- ১৮১৭ সালে লঞ্চ হয়েছিল। বম্বেতে ওয়াদিয়া গ্রুপের তৈরি কোনটি সব চেয়ে পুরনো ব্রিটিশ যুদ্ধজাহাজ, যা এখনও ভাসমান? এই প্রশ্নের জন্য উত্তরের অপশনগুলি ছিল- HMS Minden, HMS Cornwallis, HMS Trincomalee ও HMS Meanee। কিন্তু সঠিক অপশনটি খুঁজতে গিয়ে বেগ পেতে হয় মোহিতাকে। তাই আর জ্যাকপট প্রাইজ মানি জেতার চেষ্টা করেননি তিনি। এক কোটি টাকা নিয়েই শো ছাড়েন। আসলে সঠিক উত্তরটি হল HMS Trincomalee। প্রসঙ্গত, নেপোলিওনিক যুদ্ধ শেষে ওয়াদিয়া পরিবারের তরফে তৎকালীন বম্বেতে এই জাহাজটি নির্মাণ করা হয়েছিল। ১৭৮২ সালে ত্রিনকোমালি যুদ্ধের কথা মাথায় রেখেই এই জাহাজের নামকরণ করা হয়। এখন এটি রয়্যাল নেভির ন্যাশনাল মিউজিয়ামের মূল আকর্ষণের বিষয়। মোহিতার আগে এই সিজনের প্রথম ক্রোড়পতির খেতাব জেতেন নাজিয়া নাসিম। তাঁর জন্য সাত কোটি টাকার প্রশ্ন ছিল, সিঙ্গাপুরের কোথায় প্রথমবার আজাদ হিন্দ সরকারের কথা ঘোষণা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু! উত্তরের অপশনগুলি ছিল- ক্যাথে সিনেমা হল, ফোর্ট ক্যানিং পার্ক, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর ও ন্যাশনাল গ্যালারি অফ সিঙ্গাপুর। কিন্তু সে দিন এই প্রশ্নটিরও উত্তর দিতে পারেননি নাজিয়া। তাই শো ছাড়তে হয় তাঁকে। প্রশ্নটির সঠিক উত্তর ছিল ক্যাথে সিনেমা হল!

  Published by:Akash Misra
  First published:

  Tags: Bollywood

  পরবর্তী খবর