Home /News /entertainment /
বিয়ের কয়েক মাসের মধ্যে সত্যিই সুখবর, প্রিয় তারকার শো-এ নাকি গোপন কথা প্রকাশ করবেন ক্যাটরিনা

বিয়ের কয়েক মাসের মধ্যে সত্যিই সুখবর, প্রিয় তারকার শো-এ নাকি গোপন কথা প্রকাশ করবেন ক্যাটরিনা

Katrina Kaif Pregnancy : সম্প্রতি বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে ভিকিঘরনি সত্যিই মা হতে চলেছেন ৷ খুব শিগগির তিনি ঘোষণাও করবেন মাতৃত্বের খবর ৷

 • Share this:

  মুম্বই : কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে ক্যাটরিনা কইফ নাকি অন্তঃসত্ত্বা ৷ তবে ইতিমধ্যেই তাঁর মুখপাত্র এই রটনাকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন ৷ কিন্তু সম্প্রতি বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে ভিকিঘরনি সত্যিই মা হতে চলেছেন ৷ খুব শিগগির তিনি ঘোষণাও করবেন মাতৃত্বের খবর ৷

  ‘বলিউড লাইফ ডট কম’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ক্যাটরিনা নাকি তাঁর সন্তানসম্ভবা হওয়ার কথা ঘোষণা করবেন কফি উইথ করণ-এর সপ্তম মরশুমে ৷ সেখানে নাকি সঞ্চালক করণ জিজ্ঞাসা করবেন ভিকি ক্যাটের সংসারে কোনও নতুন খবর আছে কিনা ৷ তখনই নাকি ক্যাটরিনা তাঁর সুখবর জানাবেন ৷

  ভিকি ও ক্যাটরিনা দুজনেই ব্যক্তিগত পরিসর গোপন রাখতেই পছন্দ করেন ৷ তাঁদের প্রেমের কথা অন্তরালে ছিল দীর্ঘ দিন ৷ তবে করণ খুবই ঘনিষ্ঠ ক্যাটরিনার ৷ তাই তাঁর কাছেই গোপন কথা প্রকাশ করবেন ক্যাট, গুঞ্জন এরকমই ৷ তবে কোনও সরকারি সিলমোহর এখনও এই খবরে নেই ৷ যদিও মে মাসে শোনা গিয়েছিল ক্যাটরিনা নাকি তিন মাসের অন্তঃসত্ত্বা৷ সে বার ভিকি কৌশলের তরফে সেই গুঞ্জন নস্যাৎ করে দেওয়া হয়েছিল ৷

  আরও পড়ুন : বৃদ্ধ বয়সে স্মার্টফোন নিয়ে কী হাল হল সেকেলে ভুবনবাবুর? সেই গল্পই বলবে এই ছবি

  ২০২১ সালের ডিসেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়েন ক্যাটরিনা ও ভিকি ৷ রাজস্থানে তাঁদের বিয়ের আসরে উপস্থিত ছিলেন শুধু পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা ৷ কাজের দিকে ক্যাটরিনাকে আবার সলমন খানের বিপরীতে দেখা যাবে ‘টাইগার থ্রি’ ছবিতে ৷ আগামী এপ্রিলে মুক্তি পাবে ছবিটি ৷ পাশাপাশি ‘ফোনভূত’ এবং ‘মেরি ক্রিসমাস’ ছবিতেও অভিনয় করবেন ক্যাটরিনা৷ অন্যদিকে ভিকি অভিনয় করছেন ‘স্যাম বাহাদুর’ ছবিতে ৷ তাঁর সঙ্গে এই ছবিতে আছেন ফতিমা সানা শেখ এবং সান্যা মালহোত্রা ৷ সেইসঙ্গে ‘গোবিন্দা নাম মেরা’ ছবিতে ভিকিকে দেখা যাবে ভূমি পেডনেকর ও কিয়ারা আডবাণীর সঙ্গে ৷

  আরও পড়ুন :  ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’-র খলনায়িকা পায়েলকে মনে পড়ে? ‘বন্ধুর জন্মদিনে’-এর জন্য কলকাতায় জয়া

  এমনিতেই বলিউডে এখন মাতৃত্বের খবর আসছে একের পর এক ৷ আসন্ন সন্তানের খবর জানিয়েছেন আলিয়া ভাট ও বিপাশা বসু ৷ প্রথম সন্তানের জন্মের কয়েক মাসের মধ্যে দ্বিতীয় বার গর্ভবতী দেবিনাও ৷ এ বার ক্যাটরিনা কবে জানাবেন? অধীর আগ্রহে অনুরাগীরা৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published:

  Tags: Katrina kaif, Vicky Kaushal

  পরবর্তী খবর