হোম /খবর /বিনোদন /
লুকিয়ে সঙ্গীর ফোন দেখেন! ওয়াশরুমে কান্নায় ভেঙে পড়েন ক্যাটরিনা, কী এমন ঘটেছিল

Katrina Kaif: লুকিয়ে সঙ্গীর ফোন দেখেন! ওয়াশরুমে কান্নায় ভেঙে পড়েন ক্যাটরিনা, কী এমন ঘটেছিল

Katrina Kaif: এখানেই থেমে থাকেননি ক্যাটরিনা। নিজের দুর্বল মুহূর্তের কথাও ভাগ করে নেন অকপটে।

  • Share this:

মুম্বই: রূপকথার বিয়ে। স্বপ্নের সংসার। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের প্রেমের আখ্যান হার মানায় বলিউডের ছবিকেও। কিন্তু জানেন কি, ভিকির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে একাধিক বার হৃদয় ভেঙেছেন অভিনেত্রীর?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতে সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন ক্যাটরিনা। অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, তিনি কি কখনও তাঁর সঙ্গীর ফোন ঘেঁটে দেখেছেন? উত্তরে ভিকি-পত্নী বলেন, "হ্যাঁ। যখন বুদ্ধি কম ছিল, তখন করেছিলাম। কিন্তু এখন আমি পরিণত। এ রকম কাজ আর কখনও করব না। কেউ যদি তার ফোনটা খুলে পাশে রেখে দিলেও তাকাব না।"

আরও পড়ুন: বিয়েটা হবে কিনা জানি না, ঐন্দ্রিলাকে চুমু খাওয়ার ছবি ফেসবুকে, বিস্ফোরক অঙ্কুশ!

আরও পড়ুন: অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের আগেই ব্রেকআপ? আবীরের মধ্যস্থতায় এ কী বলে বসলেন নায়িকা!

এখানেই থেমে থাকেননি ক্যাটরিনা। নিজের দুর্বল মুহূর্তের কথাও ভাগ করে নেন অকপটে। অভিনেত্রী জানান, বেশ কয়েকটি দীপাবলির পার্টিতে সকলের আড়ালে ওয়াশরুমে গিয়ে কেঁদেছেন।

 

এক সময়ে সলমন খানের সঙ্গে সম্পর্কে জানিয়েছিলেন ক্যাটরিনা। কিন্তু সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। এর পর অভিনেত্রীর জীবনে বসন্ত নিয়ে আসেন রনবীর কাপুর। পরবর্তীতে সেই সম্পর্কও ভেঙে যায়। দীর্ঘ দিন একা থাকার পর অবশেষে ভিকির সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি।

Published by:Sanchari Kar
First published:

Tags: Actress, Bollywood, Katrina kaif