Home /News /entertainment /

গিটার বাজাচ্ছেন ক্যাটরিনা, আওয়াজ কোথায়? একেবারে কমেডি কাণ্ড !

গিটার বাজাচ্ছেন ক্যাটরিনা, আওয়াজ কোথায়? একেবারে কমেডি কাণ্ড !

গিটার বাজাচ্ছেন ক্যাটরিনা, আওয়াজ কোথায? একেবারে কমেডি কাণ্ড !

 • Share this:

  #মুম্বই: সত্যিই পুরো কমেডি করে বসলেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ ৷ যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায় ৷ নেটিজেনদের কাছে তো একেবারে খোরক হয়েছেন ক্যাটরিনা ৷

  তা ক্যাটরিনা করলেন কি?

  গপ্পোটা হল, করোনার জেরে অন্যান্য বলিউড নায়ক-নায়িকাদের মতো ক্যাটরিনাও রয়েছেন ঘরবন্দি৷ আর এই অবস্থায় কী করা? যা মাথায় আসছে, তাই করছেন ৷ কখনও দুই পশুর চুমুর ছবি শেয়ার করছেন, কখনও আবার নিজের পুরনো ছবি ৷ তবে এবারটি কোনও ছবি নয়, বরং একটি ভিডিও শেয়ার করলেন ক্যাটরিনা, যেখানে দেখা গেল গিটার বাজাচ্ছেন ক্যাটরিনা ৷ সে তো ভালোই, কিন্তু মুশকিল হল সেই গিটার থেকে আওয়াজ বেরোচ্ছে না ! ব্যস, ক্যাটরিনার এই ভিডিও দেখে হেসে কুপোকাত পুরো নেটিজেনের দল৷

  তবে ভিডিও পোস্ট করে ক্যাটরিনা অবশ্য লিখলেন, ভিডিও জলদিই আসছে ৷

  দেখুন সেই ভিডিও---

  Published by:Akash Misra
  First published:

  Tags: Bollywood, Katrina kaif, News, Viral Video

  পরবর্তী খবর