#মুম্বই: সারা বিশ্বে একন করোনা আতঙ্ক। মানুষকে গৃ্হবন্দি করে এই ভাইরাস প্রতিরোধের চেষ্টায় নেমেছে গোটা বিশ্ব। ভারতেও ১৪ এপ্রিল পর্যন্ত সব কিছু লকডাউন। এই অবস্থায় সকলে ঘরে থাকতে বাধ্য। ভারতের সেলেব থেকে সাধারণ মানুষ সকলেই গৃহবন্দি। এই অবস্থায় অনেকেরই সময় কাটতে চাইছে না। কেউ ঘর মুছছেন, বসান বাজছেন, বাড়ির কাজ, জিম করছেন।
তার মধ্যে কার্তিক আরিয়ান আগেই একবার সবাইকে সর্তক করে, বাড়িতে থাকতে বলেছেন। এবার তিনি যা করলেন তা সত্যিই খুব মজার। ভাবছেন তো মজার বিষয় কি করে হতে পারে ২১ দিনে টাকা ডবলের মতো বিষয়। একটু ভাবলেই মনে পড়ে যাবে। মনে আছে নিশ্চয় 'ফির হেরাফেরি" ছবির কথা। সেখানে ২১ দিনে টাকা ডবল করে দিচ্ছিলেন বিপাশা। অক্ষয় সেই চক্রে পা দিয়ে কোটিপতি থেকে ভিখারি হয়ে ছিলেন। কাল মোদি সরকার ২১ দিনের লকডাউন ঘোষণা করার পর কার্তিক তাঁর ইনস্টা প্রোফাইলে একটি ছবি শেয়ার করেন। সেই মেমে কার্তিক 'ফির হেরাফেরি' ছবির একটি দৃশ্যতে অক্ষয়ের মুখের জায়গায় নিজের মুখ বসিয়েছেন। আর সংলাপে লিখেছেন, "মোদি জি এরা এভাবে কথা শুনবে না ! এরা শুনতে চায় ২১ দিনে পয়সা ডবল।" এই মেমে আসলে তিনি যারা ঘরে থাকতে চাইছেন না তাঁদের জন্যই বার্তা দিয়েছেন। জীবন চলে যেতে পারে বললে মানুষকে ঘরে আটকানো মুশকিল। কিন্তু যদি বলা হয় ২১ দিনে টাকা ডবল হয়ে যাবে বাড়িতে থাকলে। তাহলে কেউ বেরোবে না ঘর থেকে। পুরো বিষয়টাই মজা করে ফেলেছেন কার্তিক। এই ছবি এখন ভাইরাল।View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Kartik Aaryan, Phir hera pheri