Home /News /entertainment /

করিশ্মা মাসির জন্মদিন, চকোলেট কেক বানাল ছোট্ট তৈমুর !

করিশ্মা মাসির জন্মদিন, চকোলেট কেক বানাল ছোট্ট তৈমুর !

৪৬-এ পা দিলেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর ৷ কখনও বিবাহবিচ্ছেদ, তো কখনও নতুন প্রেম নিয়ে বার বার খবরে দেখা যায় তাঁকে ৷

 • Share this:

  #মুম্বই:  ৪৬-এ পা দিলেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর ৷ কখনও বিবাহবিচ্ছেদ, তো কখনও নতুন প্রেম নিয়ে বার বার খবরে দেখা যায় তাঁকে ৷ তবে এত সবের মাঝখানে সিনেমা থেকে একেবারেই গায়েব হয়ে গিয়েছেন করিশ্মা ৷ কামব্যাক যদিও বা করলেন, তাও আবার ওয়েব প্ল্যাটফর্মে !

  তবে এই খবর করিশ্মার নয় ৷ বরং তাঁর ছোট্ট ভাগ্নে তৈমুরের ৷ করোনার প্রকোপের জন্য এখনও পার্টি একেবারেই বাদ ৷ লকডাউনে ঘর থেকে বের হওয়াতেই সমস্যা ৷ এর মাঝখানে জন্মদিন পালন ৷
  ফিল্মফেয়ারকে এক সাক্ষাৎকার দিতে গিয়ে করিনা কাপুর জানালেন, ‘দিদির জন্মদিনে বড় কোনও প্ল্যান নয় ৷ সোশ্যাল ডিসটেন্স মেনেই ঘরোয়া অনুষ্ঠান হবে ৷ আলিঙ্গনও নয়, চুমুও নয় ৷ শুধু আমি আর তৈমুর মিলে একটা কেক বেক করেছি, সেটা নিয়েই দিদির কাছে যাব !’
  Published by:Akash Misra
  First published:

  Tags: Karishma Kapoor

  পরবর্তী খবর