• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সত্যিই ৪৫! বিকিনিতে ছবি শেয়ার করে নেটিজেনদের মাথা ঘুরিয়ে দিলেন করিশ্মা

সত্যিই ৪৫! বিকিনিতে ছবি শেয়ার করে নেটিজেনদের মাথা ঘুরিয়ে দিলেন করিশ্মা

 • Share this:

  #মুম্বই: না কোনও ফিল্টার বা অ্যাপ ব্যবহার করেননি করিশ্মা কাপুর ৷ আর সেটা স্পষ্ট করে জানিয়েও দিয়েছেন করিশ্মা ৷ জন্মদিনের সকালে সুইমিং পুলে পাশে কালো বিকিনিতে ছবি শেয়ার করে নেটিজেনদের তাক লাগিয়ে দিলেন তিনি ৷ ছবি দেখে নেটিজেনরা হতবাক ৷ প্রশ্ন ঘুরছে, সত্যিই কি ৪৫-এ পড়লেন তিনি ?

  insta

  ৪৫ এ পা দিলেন বলিউডের বিন্দাস নায়িকা করিশ্মা কাপুর ৷ কাপুর বংশের এই প্রথম কোনও মেয়ে সিনেমায় পা দিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন বলিউডে ৷ একের পর এক হিট ছবি, দুরন্ত অভিনয়, নানা সময়ে নানা হিরোদের সঙ্গে নাম জুড়িয়ে বিতর্কেও এসেছেন করিশ্মা বহুবার ৷ তবে সে সবকে পিছনে ফেলে বিন্দাসলি এগিয়ে গিয়েছেন করিশ্মা ৷

  এবারের জন্মদিনটি করিশ্মা বরং রয়েছেন মুম্বইয়ের বাইরে ৷ লন্ডনে রয়েছেন মা ববিতা ও বোন করিনার সঙ্গে ৷ সেখানেই বার্থডে সেলিব্রেশনে মজেছেন করিশ্মা ৷ সে ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামেও ৷

  First published: