#মুম্বই: একেই বলে হয়তো বন্ধুত্ব ৷ সুখের দিনেও হোক বা বিপদের দিনে ৷ যেকোনও অবস্থায় একেবারে একসঙ্গে ৷ আঠার মতো লেগে একে অপরের সঙ্গে৷
কথা হচ্ছে, বলিউডের সবচেয়ে হট গার্ল গ্যাংয়ের ব্যাপারে ৷ হট গার্ল গ্যাং মানে হল করিশ্মা, করিনা, মালাইকা, অমৃতার হট বন্ধুত্ব ৷ এরা সবাই যেখানে যান একসঙ্গে যান ৷ যা খান একসঙ্গে খান ৷ গসিপ থেকে শপিং সবই একেবারে একসঙ্গে ৷ হাতে হাত দিয়ে ৷
কিন্তু দেখুন দেখি কী কাণ্ড ! করোনার জেরে এই দেখা-সাক্ষাত, আলাপ-আড্ডা একেবারে বন্ধ ! একেবারেই যেন সময় কাটছে না এই চারজনের৷
তবে বন্ধুত্ব বলে কথা ৷ খাসা এক উপায়ও বার করেছেন করিশ্মা-করিনা-মালাইকারা ৷ ভিডিও কলে আড্ডা মারছেন ৷ আর সেই আড্ডা দিতে দিতে ঘুমিয়েও পড়ছেন ৷ এই চার সুন্দরীর ঘুমনোর ছবিই এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
দেখুন সেই ছবি----
View this post on InstagramFriends that nap together,stay forever #napsinthetimeofquarantine #stayhome
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Instagram, Karishma, Malaika Arora, Sleep