#মুম্বই: ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে করিশ্মা লিখলেন, ফ্যামিলি ! আর সঙ্গে পার্টির মেজাজে করিনা, করিশ্মা ও সইফ আলি খান ৷
লন্ডনে রয়েছেন সইফ ও করিশ্মা ৷ এতদিন সেখানেই ছিলেন করিনা কাপুর খানও ৷ তবে এরই মাঝে টুক করে তৈমুরকে নিয়ে মুম্বইয়ে এসে ঢুঁ মেরে যান নায়িক ৷ মুম্বইয়ে ব্যক্তিগত কাজ সেরেই ফের লন্ডনে রওনা৷ সেখানে পৌঁছেই ফের দিদি ও স্বামী সইফের সঙ্গে পার্টিতে মজে যান করিনা ৷ সেই ছবিই এখন ভাইরাল ইন্টারনেটে ৷
দেখুন করিনা, করিশ্মা ও সইফের পার্টির ছবি---