করিনার সন্তানের জন্য জামা বানাচ্ছেন মণীশ মালহোত্রা !

করীনা কাপুর খান ও ডিজাইনার মণীশ মালহোত্রার বন্ধুত্ব রয়েছে একদম অটুঁট ৷

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: করীনা কাপুর খান ও ডিজাইনার মণীশ মালহোত্রার বন্ধুত্ব রয়েছে একদম অটুঁট ৷ তাই তো নিজের পোশাকের জন্যও যেমন বেছে নেন মণীশ মালহোত্রাকে ৷ নিজের স্বামী সইফ আলি খানের পোশাকের জন্যও বেছে নেন মণীশ মালহোত্রাকে ৷ তেমনি ভাবি সন্তানের জন্যও বেছে নিলেন নিজের প্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রাকেই !

    করিনা কাপুর খান ও সইফ আলি খান দু’জনেই ব্যস্ত কীভাবে ওয়েলকাম জানাবেন নিজেদের প্রথম সন্তানকে ৷ তাই তো রোজ রোজ নতুন নতুন প্ল্যানিং সেরে ফেলেছেন তাঁরা ৷ কখনও নতুন ঘরে ঘর সাজাচ্ছেন, তো কখনও প্ল্যান করছেন ঠিক কোথায় জন্ম হবে সইফিনার প্রথম সন্তানের ৷

    আর এবার খবরে এল, আর কেউ নন সইফ আলি খান ও করিনার কাপুর খানের প্রথম সন্তানের জন্য পোশাক বানাতে চলেছেন মণীশ মালহোত্রা ৷ তবে একটা দুটো পোশাক নয়, একেবারে ওয়াড্রবটাই মণীশ ফেলবেন সাজিয়ে ৷ জানা গিয়েছে, একাজের জন্য নানারকম ব্যবস্থাও শুরু করে ফেলেছেন মণীশ ৷ করিনা ও সইফের থেকে পারফেক্ট প্ল্যানটাও নাকি জেনে ফেলেছন তিনি ৷

    জুন মাসের প্রথম দিকে বেগম করিনাকে নিয়ে লন্ডনে বেড়াতে গিয়েছিলেন নবাব সইফ ৷ তখনই সবাই আঁচ করেছিলেন নিশ্চয়ই খান পারিবারে আসতে চলেছে সু-খবর ৷ সেই সু-খবর শেষমেশ এল সামনে ৷ তাও আবার নবাবের হাত ধরে ৷

    শনিবার সইফ আলি খান সোজা সাপটা জানিয়ে দিলেন, ‘করিনা প্রেগন্যান্ট ৷ ডিসেম্বর মাসে আমরা মা-বাবা হতে চলেছি ৷ আপনাদের সবার শুভ কামনা আশা করছি !’

    করিনার এক সময়ের প্রেমিক শাহিদও খুব শীঘ্রই বাবা হবেন ৷ আর এই বাবা হওয়ার খবরটা তিনিও স্পষ্ট জানিয়ে ছিলেন ‘উড়তা পঞ্জাব’-এর প্রোমোশনে৷ তবে বলিউড গুঞ্জনে এসেছিলে, শাহিদের বাবা হওয়ার খবরটা নাকি করিনার কানে এসে পৌঁছেছিল সইফের মাধ্যমে !

    তবে করিনা কিন্তু বেশ কিছু মাস আগে থেকেই হালকা হালকা আঁচ দিচ্ছিলেন ৷ ‘উড়তা পঞ্জাব’-এর পর কোনও ছবিই হাতে নেই তাঁর ৷ প্রেগন্যান্ট থাকার কারণে একের পর এক ছবি ছেড়ে দিয়েছেন ৷ অন্যদিকে ‘রেঙ্গুন’ ছবির শ্যুটিং ফ্লোর থেকে মাঝে-মধ্যেই ছুটি নিয়ে করিনার সঙ্গে সময় কাটাচ্ছিলেন সইফ ৷ এই সব আঁচই বহু আগে থেকেই বলিউডে গুঞ্জন তুলেছিল করিনার প্রেগন্যান্ট নিয়ে ৷ তার ওপর সম্প্রতি, এক ইংরেজি ম্যাগাজিনে যেভাবে পরিবার বাড়ানোর কথা বলেছিলেন করিনা, তা থেকে প্রায় খবরটা ১০০ শতাংশ সত্যি সেটা রটেই গিয়েছিল ৷ এর পরেও যদি সইফ বা করিনা প্রকাশ্যে ঘোষণা না করতেন, তা হলে সেটাই হোত বাড়াবাড়ি !

    First published:

    Tags: Bollywood, Kareena Kapoor Khan, Manish Malhotra, Saif Ali khan