#মুম্বই: করিনা কাপুর খান সইফ আলি খান বলিউডের জনপ্রিয় অভিনেতা তো বটেই। সেই সঙ্গে জনপ্রিয় সেলেব কাপল তাঁরা। নবাব পুত্র কখন কি করছে তার ওপরে যেন সারাক্ষণ ক্যামেরা তাক করে রেখেছে পাপারাৎজিরা। তার ওপর করিনা যা করেন তাই খবর হয়। তৈমুরের জন্মের পর ফের একবার মা হতে চলেছেন করিনা। তাই তাঁর দিকে এখন সবার নজর। তিনি কি করছেন, কি খাচ্ছেন সব কিছুতেই নজর। তৈমুর জন্মের পর থেকেই সেলেব। তাঁর ভাই বা বোন যেই আসুক বোঝাই যাচ্ছে সকলের নজর সে দিকেই থাকবে।
View this post on Instagram
সূত্রের খবর অনুযায়ী ২০২১-এর মার্চেই মা হবেন বেবো। তাই এই সময় শরীরের যত্ন একটু বেশিই রাখতে হবে তাঁকে। তবে সে দিকে বেশ সচেতন খান পত্নী। তিনি নিজে হাতে কাজ করছেন, হালকা যোগা, ও নিয়ম মেনে খাওয়া দাওয়া তো আছেই। সেই সঙ্গে সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ। এসব কিছু মেনেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন করিনা। তবে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন জন্মের পর সন্তানকে মিডিয়া থেকে দূরে রাখবেন। কারণ তৈমুরকে নিয়ে তাঁদের অনেক ভুগতে হয়েছে। সারাক্ষণ ছোট্ট বাচ্চার ওপর ক্যামেরা তাক করে রাখাটা পছন্দ করছেন না সইফিনা।
তবে মাঝে মধ্যেই করিনাকে দেখা যাচ্ছে মুম্বাইয়ে এদিক ওদিক যেতে। শনিবার বেবোকে ফের দেখা গেল মুম্বইয়ের রাস্তায়। চোখে কালো সানগ্লাস, ছাই রঙা টিস ও ব্ল্যাক ঢলা পালাজোতে হেঁটে আসছেন তিনি। গাড়িতে উঠছেন। আজকাল ডাক্তারের কাছে যেতেই তাঁকে বেশি বাড়ি থেকে বেরোতে হচ্ছে। এই ভিডিওতে তাঁর বেবি বাম্প স্পষ্ট। ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ফটোগ্রাফার মানব মঙ্গলানি।