#মুম্বই: সবে ৩৯-এ পা দিয়েছেন সইফ ঘরণী করিনা কাপুর খান ৷ কিন্তু দেখে তাকে কে বলবে? যে তিনি চল্লিশ প্রায় ছুঁই ছুঁই ! তবে এভারগ্রিণ ব্যাপারটা কী আর এমনি আসে ৷ এর জন্য কঠোর পরিশ্রমটাও করতে হয় ৷ আর সেই এই পরিশ্রমটা ঠিক নিয়ম মেনেই করে চলেছেন করিনা কাপুর খান ৷ যত ব্যস্ততাই থাকুক না কেন? সকাল বিকেল জিমে যেতেই হবে তাঁর ৷
তৈমুর হওয়ার সময় বেশ অনেকটাই মুটিয়ে গিয়েছিলেন করিনা কাপুর ৷ তারপর ঝট করে মেদ ঝড়িয়ে ফের ছিপছিপে করিনা কাপুর ৷ করিনা একবার সংবাদমাধ্যমকে বলেছিলেন, তৈমুর হওয়ার পর কঠোর ডায়েটের মধ্যে দিয়ে গিয়েছিলেন করিনা ৷ কারণ, বেবি ফ্যাট জমতে না দেওয়াই ছিল করিনার লক্ষ্য ৷ তা কীভাবে এত ফিট থাকেন করিনা৷ সেই ভিডিওই এবার এল সামনে ৷
দেখুন সেই ভিডিও---