#মুম্বই: বলিউডে জোর গুঞ্জন ৷ আর গুঞ্জন শুরু, এক ইংরেজি সংবাদ মাধ্যমে আসা খবর নিয়েই ৷ যেখানে সইফ ও করিনা নাকি স্পষ্ট জানিয়েছেন, তাঁদের সংসারে আসছে নতুন সদস্য !
বেশ কয়েকদিন ধরেই স্পেকুলেশনে ছিল করিনার মা হওয়ার খবর ৷ এমনকী, নানা সাক্ষাৎকারে সইফ ও করিনা দু’জনেই ইঙ্গিত দিয়েছিলেন তৈমুরের পরে আরেক সন্তানের ৷ সেই ইঙ্গিত ধরেই এতদিন চলছিল গুঞ্জন ৷
তবে এবার এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে করিনা-সইফ স্পষ্টই জানিয়ে দিলেন, ‘তৈমুর এবার বড় দাদা হতে চলেছে ৷ আমাদের সংসারে নতুন সদস্য আসছে ৷ সবার শুভেচ্ছা চাই ৷ ’
২০১২ সালের অক্টোবর মাসে বিয়ে হয় করিনা ও সইফের ৷ তারপর ২০১৬ সালে তাঁদের জীবনে আসে তৈমুর আলি খান৷
View this post on InstagramAnother day, another shoot and well... another one of my favourite selfies
করিনা ও সইফকে শুভেচ্ছা জানিয়েছেন অমৃতা-সইফ পু্ত্র ইব্রাহিম আলি খান ৷ অন্যদিকে, করিনার বাবা রণধীর কাপুর জানিয়েছেন, ২০২১ সালেই ফের মা হবেন করিনা ৷
সম্প্রতি সইফ ও করিনা অংশ নিয়ে ছিলেন একটি ফিল্ম ম্যাগাজিনের ফটোশ্যুটে ৷ বাড়িতেই চলছিল তাঁদের ফটোশ্যুট ৷ সেই শ্যুটের আগেই এই সেলফি ইনস্টাগ্রামে পোস্ট করেন করিনা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Kareena Kapoor Khan