হোম /খবর /বিনোদন /
দ্বিতীয় সন্তানের জন্মের আগে স্বামী সইফ সম্পর্কে বড়সড় তথ্যের পর্দাফাঁস করিনার

সোশ্যাল মিডিয়ায় তুলকালাম! দ্বিতীয় সন্তানের জন্মের আগে স্বামী সইফ সম্পর্কে বড়সড় তথ্যের পর্দাফাঁস করিনার

সইফ-করিনা ৷ ফাইল ছবি ৷

সইফ-করিনা ৷ ফাইল ছবি ৷

কী সেই গোপন কথা যা প্রকাশ্যে এলো এবার

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান শেয়ার করেছেন তাঁর জীবনের এক অনবদ্য মুহূর্ত ৷ তিনি জানিয়েছেন যখন সইফের সঙ্গে তাঁর দেখা হয়েছিল ৷ তখন শুধুই তার মনে প্রাণে ছিল রোমান্টিক ছবি ম্যায় হুঁ নার ছাপ ৷ তাঁর রেডিও শোতে করিনা জানিয়েছেন বরুণ ধবনের সঙ্গে ডেটিং-এর বিষয়ে কথা বলছিলেন ৷ বরুণ জানিয়েছিলেন যখন তিনি ডেট করতেন ৷ মেয়েদের সঙ্গে প্রথম দেখার মুহূর্তগুলি রোমান্টিক আবহে চিন্তাভাবনা করতেন ৷

চোখের চাউনিতেই সমস্ত কিছু যেন নিমেষেই বদলে যায় ৷ করিনা যখন বরুণকে রোমান্টিক গান ও চুল উড়ে যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করেছেন উত্তরে বরুণ জানিয়েছিলেন তাঁর মনে হয়না যে মেয়েরা ফিল্মি, তাই এই বিষয়ি উপলব্দি করাটাও কঠিন ব্যাপার, করিনা জানিয়েছেন 'আমার মনে একটি হিন্দি ছবি তখন পাকাপাকি আসন করে নিয়েছিল ৷ তখনই পরিষ্কার করে করিনা বলেছিলেন যখন তাঁর সঙ্গে যখন সইফের প্রথম দেখা তখন তিনি এমনই অনুভব করেছিলেন ৷ তুমি ও আমি একই আবহে বড় হয়েছি ৷'

করিনা ও সইফের তশনের সেটে প্রেম হয় ৷ এরপরে ১৬ অক্টোবর ২০১২-তে বিয়ের করে ফেলেন তাঁরা ৷ তারপরেই প্রথম সন্তান তৈমুরের জন্ম হয় এবার দ্বিতীয় সন্তানের জন্মের অপেক্ষায় আছেন ছোটে নবাব ও তাঁর বেগম ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Kareena Kapoor Khan