#মুম্বই: দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন বলিউড ডিভা করিনা কাপুর খান ৷ এ খবর চাউর হতেও, গোটা বলিউড যেন চমকে উঠেছিল ৷ তৈমুরের পর যেভাবে স্ক্রিনে ফিরে, আগুন জ্বালিয়ে ছিলেন করিনা৷ সেই করিনা আবার ব্যাক টু স্কোয়ার ! ফের সন্তান ধারণ করে সিনেমা থেকে বড় সড় ব্রেক !
কিন্তু সইফ-করিনা স্পষ্টই জানিয়েছিলেন, প্রথম সন্তান তৈমুরের পর, সইফ ও করিনা ঠিকই করেছিলেন, তাঁরা দ্বিতীয় সন্তান আনবেন তাঁদের সংসারে ৷ আর সেই ভাবনা মতোই কাজ ৷
তবে এবার গল্পটা হলো, করিনা ও সইফের আসন্ন সন্তানের নাম নিয়ে ৷ তৈমুরের নাম করণের পর গোটা দেশে বিতর্ক উঠেছিল ৷ তৈমুর নাম নিয়ে বহু কু-কথা শুনতে হয়েছিল করিনা ও সইফকে ৷ তাই এবারটা একটু ভেবে চিন্তে খেলতে চলেছেন সইফ ও করিনা নিজেই ৷
সম্প্রতি নেহা ধুপিয়ার শো-তে এসে একথাই খুল্লামখুল্লা জানিয়ে দিলেন করিনা কাপুর ৷ নেহার প্রশ্নের জবাবে করিনা জানালেন, ‘তৈমুরের সময় অনেক শিক্ষা হয়েছে ৷ তাই এবারটা আমি আর সইফ একটু ভাবনা চিন্তা করে এগোতে চাই ৷ সেই কারণেই আগে থেকে কাউকে কিছু জানাবো বরং, সবার জন্য সারপ্রাইজ রয়েছে ৷ আর এটা হুট করেই আমরা সবাইকে বলতে চাই, যাতে কোনও বিতর্কের মধ্যে পড়তে না হয় ৷’
এমনকী, নেহা দিলেন সাজেশন ৷ নেহা বললেন, দ্বিতীয় সন্তানের নাম নিয়ে একটা ভোট শুরু করুন! এর উত্তরে করিনা স্পষ্টই জানালেন, ‘একেবারেই এই পথে হাঁটতে চাই না ! ’
দেখুন ভিডিওতে করিনা কী কী বলছেন...