• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • স্ত্রীর পেটে নড়ে উঠছে গর্ভস্থ সন্তান ! আবেগঘন ভিডিও শেয়ার করলেন অভিনেতা করণ !

স্ত্রীর পেটে নড়ে উঠছে গর্ভস্থ সন্তান ! আবেগঘন ভিডিও শেয়ার করলেন অভিনেতা করণ !

স্পষ্ট বোঝা যাচ্ছে পেটের মধ্যে বেবির নড়াচড়া। পায়ের কাছে বসে তা দেখছেন করণ ও তাঁর ছোট্ট মেয়ে !

স্পষ্ট বোঝা যাচ্ছে পেটের মধ্যে বেবির নড়াচড়া। পায়ের কাছে বসে তা দেখছেন করণ ও তাঁর ছোট্ট মেয়ে !

স্পষ্ট বোঝা যাচ্ছে পেটের মধ্যে বেবির নড়াচড়া। পায়ের কাছে বসে তা দেখছেন করণ ও তাঁর ছোট্ট মেয়ে !

 • Share this:

  #মুম্বই: তৃত্বীয় সন্তানের বাবা মা হতে চলেছেন টিভি স্টার করণভীর ভোরা ও তেজা সিধু। এই খবর নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন তাঁরা। এর আগে তাঁদের ৪ বছরের দুই জমজ কন্যা রয়েছে। ভিয়ানা ও রায়া বেলাকে নিয়ে তাঁদের সংসার এমনিই আনন্দে ভরে রয়েছে। তবে তৃত্বীয় সদস্য আসার খুশিতে এখন মাতোয়াড়া এই দম্পতি।

  করণ তাঁর ইনস্টাতে এই ভিডিও শেয়ার করে লিখেছিলেন, "ভগবান সব থেকে বড় স্রষ্ঠা। তিনি নিজের হাতে ছোট্ট পুতুলের সব কিছু গড়ে দেন। দেখা যাক আমাদের জন্য কি তৈরি করেছেন তিনি।" এর পর স্ত্রীয়ের সঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন তিনি।

  এই খবর তিনি অগাস্টে জানিয়েছিলেন। এবার তিনি শেয়ার করলেন একটি মিষ্টি ভিডিও। খাটে শুয়ে আছেন তাঁর স্ত্রী। পেটের ভিতরের ছোট্ট খুদে লাথি মারছে মায়ের পেটে। স্পষ্ট বোঝা যাচ্ছে পেটের মধ্যে বেবির নড়াচড়া। পায়ের কাছে বসে তা দেখছেন করণ ও তাঁর ছোট্ট মেয়ে মায়ের পেটে কান পেতে শোনার চেষ্টা করছে বেবির আওয়াজ। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। তবে অনেকে আবার সমালোচনা করেছেন অভিনেতার। তাঁরা লিখেছেন। এটি একটি একান্ত ব্যক্তিগত মুহূর্ত। এভাবে শেয়ার করার কোনও দরকার ছিল না। তবে বেশির ভাগ মানুষই প্রশংসা করেছেন। এবং শুভেচ্ছা জানিয়েছেন।

  Published by:Piya Banerjee
  First published: