• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • কঙ্গনাকে নিয়ে ফের ঠাট্টায় বরুণ-করণ-সইফ

কঙ্গনাকে নিয়ে ফের ঠাট্টায় বরুণ-করণ-সইফ

কফি উইথ করণে এসে বলিউডের ‘নেপোটিজম’ নিয়ে করণ জহরকে এক হাত নিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত ৷

কফি উইথ করণে এসে বলিউডের ‘নেপোটিজম’ নিয়ে করণ জহরকে এক হাত নিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত ৷

কফি উইথ করণে এসে বলিউডের ‘নেপোটিজম’ নিয়ে করণ জহরকে এক হাত নিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত ৷

 • Share this:

  #মুম্বই: কফি উইথ করণে এসে বলিউডের ‘নেপোটিজম’ নিয়ে করণ জহরকে এক হাত নিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত ৷ সেই তর্ক-বিতর্কের জল গড়িয়েছিল অনেক দূর ৷ এমনকী, সেই তর্ক রীতিমতো কঙ্গনা ও করণ জহরের মধ্যে শুরু করে দিয়েছিল ঠান্ডা লড়াই ! তবে সে কিসসা কঙ্গনা ভুলে গেলেও, করণ জোহর যে ভুলে উঠতে পারেনি তার প্রমাণ পাওয়া গেল নিউইর্য়কে অনুষ্ঠীত আইফা পুরস্কারেও ! আর করণের সঙ্গ নিলেন বরুণ ধাওয়ান ও সইফ আলি খান ৷

  ঘটনাটি ঘটল এরকমই ! ‘ঢিশুম’ ছবির জন্য সেরা কমেডির পুরস্কার পেলেন বরুণ ধাওয়ান ৷ আর সেই পুরস্কার নিতেই মঞ্চে উঠলেন বরুণ ৷ মঞ্চে হাজির ছিলেন সইফ ও করণ ৷ সইফ বরুণকে সোজা জানালেন, তোমার বাবা ডেভিড ধাওয়ান জন্যই তুমু এখানে আসতে পেরেছ ৷ সঙ্গে সঙ্গে বরুণের উত্তর, তোমার মা শর্মিলা ঠাকুর বলেই তুমি এত জনপ্রিয় ৷ সঙ্গে সঙ্গে করণ জোহর বলে উঠলেন, আমার বাবা যশ জোহর বলেই আমি ছবি তৈরি করতে পারি ৷ নেপোটিজম রকস !

  এমনকী, ‘বোলে চুরিয়া, বোলে কঙ্গনা’ গানে নেচে উঠলেন বরুণ ধাওয়ান ৷ আর সঙ্গে সঙ্গে করণ বলে উঠলেন, কঙ্গনা না কথা বললেই ভালো !

  আইফা পুরস্কারে এই ঘটনার হাসি তুললেও, সোশ্যাল নেটওয়ার্কে করণ, সইফ ও বরুণকে একহাত নিচ্ছেন নেটিজেনরা৷ সেখানে কিন্তু কঙ্গনারই জয় ৷

  First published: