Home /News /entertainment /
ইন্টানেটে ভাইরাল হল করণের যমজ সন্তানের ছবি!

ইন্টানেটে ভাইরাল হল করণের যমজ সন্তানের ছবি!

Photo: Instagram

Photo: Instagram

করণ-কঙ্গনা বচসা তো চলছেই ৷ দু’জনেই দু’জনকে একহাত নিচ্ছেন নানা কাণ্ডে ৷

 • Share this:

  #মুম্বই: করণ-কঙ্গনা বচসা তো চলছেই ৷ দু’জনেই দু’জনকে একহাত নিচ্ছেন নানা কাণ্ডে ৷ এরই মাঝে করণ হলেন বাবা ? সারোগেসির সাহায্য নিয়ে যমজ সন্তানের বাবা হলেন করণ ৷ গোটা বলিউড তা নিয়ে করণকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তবে এরই মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল করণের যমজ সন্তানের ছবি ৷

  কিছুদিন আগে সইফ-করিনার পুত্র তৈমুর খানের ভুয়ো ছবি ভাইরাল হয়ে যাওয়ায় বিতর্ক উঠেছিল গোটা দেশে ৷ ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার খবর জানতে পেরে খোদ সইফ ও করিনা জানিয়ে ছিলেন ইন্টারনেটে ঝড় তোলা বাচ্চার ছবিটা মোটেই তৈমুরের নয় ৷

  সেই ঘটনাই আবার ফিরে এল করণের যমজ সন্তানদের ব্যাপারে ৷ শুক্রবার সকাল থেকেই দুটি বাচ্চার ছবি ভাইরাল হয়ে উঠল ৷ তবে এ ব্যাপারে আপাতত কোনও রকম মন্তব্য করেননি করণ জোহর ৷ এই বাচ্চাদের ছবিটি সত্যিই কিনা তা নিয়েও শুরু হয়েছে শোরগোল ৷

  First published:

  Tags: Bollywood, Father, Karan Johor, Viral photo

  পরবর্তী খবর