• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • গ্র্যামি আওয়ার্ডের ট্রফিতে প্রস্রাব করলেন জনপ্রিয় এই গায়ক ! ভাইরাল ভিডিও

গ্র্যামি আওয়ার্ডের ট্রফিতে প্রস্রাব করলেন জনপ্রিয় এই গায়ক ! ভাইরাল ভিডিও

photo source collected

photo source collected

সকলেই সমালোচনা করছেন এই র‍্যাপারের।

 • Share this:

  #আমেরিকা: আমেরিকার জনপ্রিয় অভিনেত্রী কিম কার্দাশিয়ানের স্বামী ও জনপ্রিয় র‍্যাপার কেইন ওয়েস্ট যা করলেন, তা দেখলে ভ্যাবাচাকা লেগে যায়। সম্প্রতি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন কেইন। যা দেখে উঠেছে সমালোচনার ঝড়। সব জায়গায় এখন এই ভিডিও নিয়েই চলছে কথা। কি এমন আছে ওই ভিডিওতে যা নিয়ে উঠছে প্রশ্ন !

  ভিডিওতে দেখা যাচ্ছে বাথরুমের কমোডের মধ্যে একটি গ্র্যামি আওয়ার্ডকে ফেলা হয়েছে কমোডের মধ্যে। তারপর এক ব্যক্তি ওই পুরস্কারের ওপর প্রস্রাব করছেন এক ব্যক্তি। এই ভিডিও শেয়ার করে জনপ্রিয় র‍্যাপার কেইন লেখেন, 'বিশ্বাস করুন, আমি কিছুতেই নিজেকে আটকাতে পারলাম না।"

  যদিও এই ভিডিওতে যে ব্যক্তি প্রসাব করছেন তিনি কেইনই কিনা তা এখনও স্পষ্ট নয়। কারণ ওই ব্যক্তির মুখ দেখা যায়নি। তবে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সবার আগে কেইনই শেয়ার করেছেন। আর যা দেখে সকলের মনে হয়েছে এটা ওই র‍্যাপারেরই কাজ।

  তবে এই ভিডিও শেয়ার কর পর ফের একটি পোস্ট লেখেন কেইন। যেখানে তিনি লিখেছেন, "বিশ্বাস করুন আমি থামবো না। আমি সব সত্যি সামনে আনবো।" এই পোস্টেই তিনি কোনও একটি কাজ নিয়ে ঝামেলায় রয়েছেন তাও বুঝিয়েছেন। তবে তাঁর এই কাজ বা ভিডিও এখন সব থেকে বেশি শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই সমালোচনা করছেন এই র‍্যাপারের।

  Published by:Piya Banerjee
  First published: