হোম /খবর /বিনোদন /
'মুম্বইকে মনে হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর', শিবসেনার হুমকিতে পাল্টা আক্রমণ কঙ্গনার

'মুম্বইকে মনে হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর', শিবসেনার হুমকিতে পাল্টা আক্রমণ কঙ্গনার

তোপ দাগলেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত! অভিনেত্রীর উদ্দেশ্যে জানালেন, ''কঙ্গনাকে মুম্বই ফিরতে হবে না! তিনি মানালিতেই থাকুন!''

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বরাবরই বিস্ফোরণ ঘটিয়ে থাকেন বলিউডের ক্যুইন কঙ্গনা রানাওয়াত! সপাটে আক্রমণ হানতে পারেন ফিল্ম দুনিয়া থেকে শুরু করে প্রশাসনের বিরুদ্ধে! সম্প্রতি কঙ্গনা জানান, মুম্বইতে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। 'মুভি মাফিয়া'-দের থেকে তাঁর বেশি ভয় মুম্বই পুলিশে! অভিনেত্রীর এহেন মন্তব্যে পালটা তোপ দাগলেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত!  অভিনেত্রীর উদ্দেশ্যে জানালেন, ''কঙ্গনাকে মুম্বই ফিরতে হবে না! তিনি মানালিতেই থাকুন!''

সম্প্রতি কঙ্গনা ট্যুইট করেছিলেন, বলিউডের 'ড্রাগ মাফিয়া'-দের প্রকাশ্যে আনতে তাঁর হরিয়ানা বা মহারাষ্ট্র সরকারের থেকে নিরাপত্তা লাগবে! মুম্বই পুলিশের প্রতি তাঁর কোনও ভরসা নেই, তিনি মুম্বই পুলিশের নিরাপত্তা গ্রহণ করবেন না! বিজেপি বিধায়ক রাম কদমকেও নিজের টুইটে ট্যাগ করেন কঙ্গনা।

কঙ্গনার এহেন আক্তমণে চুপ থাকেননি শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। 'সামনায়' তিনি জানান, '' আমাদের অনুরোধ অভিনেত্রী যেন মুম্বই না আসেন। তিনি যা-যা বলেছেন তা মুম্বই পুলিশের পক্ষে খুবই অপমানজনক। স্বরাষ্ট্রমন্ত্রকের উচিৎ পদক্ষেপ করা।''

সঞ্জয় রাউতের মন্তব্যে কঙ্গনা পালটা ট্যুইট করেন, ''শিবসেনার নেতা আমায় প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। আমায় মুম্বই ফিরতে নিষেধ করছে! রাস্তায় আজাদি গ্রাফিটি, মুম্বইকে তো মনে হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর!''
Published by:Rukmini Mazumder
First published:

Tags: Kangna Ranaut